২) ভিকারুন্নেসার শিক্ষার্থীর আত্বহত্যা কি কনফিউশন তৈরি করেনি?
ক) শিক্ষার্থী অন্যায় করলে অভিভাবককে জানানো হবে কি-না!!
খ) অভিভাবককে কিজন্য জানানো হবে? শিক্ষক-অভিভাবক গ্রুপ ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীকে সংশোধনের জন্য? না-কি বিচার দেয়ার জন্য?
গ) অভিভাবকের কাছে বিচার দেয়ার ভালো ফলও আসে, আবার আত্বহত্যাও ঘটতেছে। তো বিচার দিলে কতটুকু? লিমিট ঠিক করা আছে?
ঘ) বিচার দেয়া হয়, কারণ বিদ্যালয় শিক্ষা-শেয়ারিং এ একমাত্র বা পারফেক্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেনি বা এর সাথে ব্যবসাও জড়িত। তো বিদ্যালয়কে শিক্ষা-শেয়ারিং এ পারফেক্ট হিসেবে গড়ে তোলা হয়েছে? বা শিক্ষায় ব্যবসার অপ্রয়োজনীয়তা কনফার্ম করা গেছে?
তো আগে কোনটা করবেন?
ঙ) বিদ্যালয়ে ঘটা অন্যায় এর লঘু আর গুরু বিভাজন করা আছে?
চ) অভিভাবক-রা কি চায়? কড়া নিয়ম? না-কি হালকা নিয়ম? কি হওয়া উচিৎ তা-কি সঙ্গায়িত করা আছে? থাকলে মানে? না মানলে মানানোর দায়িত্ব যার, তার অবহেলা কি কাউন্টেবল? না হলে কেন নয়?