পরীক্ষা শেষ হওয়ার আগে থেকেই দেখতাম আমার মার, বিভিন্ন জায়গায় বেড়ানোর তৎপরতা। বিশেষ করে দাদা/নানা বাড়ী যাওয়া বা অন্যান্য মামা-খালাদের বাড়ীতে বেড়ানোর উৎসব। আমরাও তক্কে তক্কে থাকতাম, কবে পরীক্ষা শেষ হবে আর কবে বেড়াতে যাবো।
এই প্রচলনটা এখনো বিদ্যমান, তাইতো ডিসেম্বর-জানুয়ারী আমাদের এখানে মোটামুটি ভরা পর্যটন মওসুম। এখনকার আধুনিক মা-বাবারা আত্মীয় স্বজনের বাসায় বেড়ানোর চেয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলি বাচ্চাদের ঘুরে দেখাতেই বেশী আগ্রহী। আবার অনেক নতুন বিবাহিত দম্পতিরাও এই সময়টাকেই বেছে নেন মধুচন্দ্রিমা উদযাপনের জন্য। আর তাইতো প্রতিটা পর্যটন কেন্দ্রেই থাকে উপচে পড়া ভীড়। এখন মানুষ কক্সবাজার-রাঙ্গামাটি থেকে সাজেক বা বগা লেকে ঘুরে বেড়াতেই বেশী আগ্রহী। কিন্তু সমস্যা হচ্ছে ওই স্থান গুলি সম্পর্কে ভালো ধারনা না থাকাতে অনেকেই ঘুরে ফিরে পুরানো পর্যটন কেন্দ্রগুলিকেই বেশী প্রাধান্য দিচ্ছে। যাই হোক নতুন কিংবা পুরানো যাই হোক, এই সময় ঘুরে বেড়ানোতেই আসল আনন্দ।
আপনাদের এই আনন্দকে আরো নির্মল করার উদ্দেশ্যেই আমার সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে একটা সাইট ডেভেলপ করেছি যার থেকে আপনারা পাবেন বিভিন্ন স্থানের হোটেল, রিসোর্ট ও অন্যান্য স্থাপনা বিষয়ে তথ্য সহযোগীতা, এছাড়া আমাদের সোশ্যাল প্রোফাইল গুলোও আপনাদের ভ্রমনকে আরো নির্বিঘ্ন করতে সাহায্য করবে। যেহেতু এটা মোটামুটি অব্যবসায়ীক সাইট তাই এখান থেকে তেমন কোন সার্থ আমি হাসিল করতে পারবো না, কিন্তু আপনাদের ভালো লাগলে (পে পার ক্লিক) এডগুলোতে ক্লিক করলে কিছু সেন্ট হয়ত আমার একাউন্টে যোগ হতে পারে।
যাই হোক আমার সাইটটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত আশা করছি। ধন্যবাদ।
http://www.vacationbd.com
অথবা এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯