উপরোক্ত ছবিটি Rezscore Leaderboard (এর প্রথম এন্ট্রিটাই আমারঃ Muhammad Rashed) এর স্ক্রীনশট, যারা আন্তর্জাতিক ভাবে জীবন বৃত্তান্ত বিষয়ক সহযোগীতা দিয়ে থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে যদিও উপরোক্ত সাইটের অটোমেটেড সিস্টেম অনুসারে আমার জীবন বৃত্তান্ত গ্রেড 'এ' হিসাবে স্বীকৃত কিন্তু আমাদের দেশের কোন এইচ,আর ম্যানেজারের কাছেই আমার জীবন বৃত্তান্ত কোন গুরত্ব বহন করলো না। কারন এই রিজিউমেটাই আমি শতাধিক কোম্পানী/অর্গানাইজেশনে পাঠানোর পরেও একটা ন্যুনতম ইণ্টারভিউ এর জন্যও ফোন কল পাই নাই।
তাই, আমি সম্মানিত ব্লগার বন্ধুদের দৃষ্টি আকর্ষন করছি, আপানাদের কি কোন পরামর্শ আছে কি না? আরেকটা কথা আমার কোন শক্ত রেফারেন্স নাই যা দিয়ে আমি একটি ভালো জব পেতে পারি।
আমার এই লেখা যদি কোন সহৃদয় এইচ,আর ম্যানেজার/রিক্রুটার এর দৃষ্টি আকর্ষিত হয়, তবে আমাকে দয়া করে মেইল করবেন , আমি আমার রিজিউমে আপনার মেইল এ পাঠিয়ে দিব।
(যেহেতু এটা একটা পাবলিক এক্সেস এরিয়া তাই ব্যাক্তিগত গোপনীয়তার শ্বার্থে আমার রেজিউমেটা এখানে শেয়ার করলাম না)।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৪ রাত ১১:২৪