আমাদের প্রাণপ্রিয় শহর ঢাকাকে নিয়ে আমাদের একটা মিশ্র অনুভূতি রয়েছে, আমরা ঢাকাকে নিয়ে কোন কোন সময় বিব্রত হই আবার দেশের বাইরে গেলে স্মৃতি কাতরও হই।
তবে এবার নিউজিল্যান্ডের নারী পর্যটক (J.J. Somerset) ঢাকাকে উপস্থাপন করেছেন সম্পুর্ণ অন্যরকম ভাবে। তিনি খোলামেলাই আলোচনা করেছেন ঢাকার নোংরা পরিবেশ, ঢাকার মুখরোচক খাবারের আয়োজন, ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং সর্বোপরি ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
এখানে উল্লেখযোগ্য যে, উনি কিন্তু একজন একা নারী পর্যটকের জন্য ঢাকাকে অত্যন্ত নিরাপদ মনে করেছেন। উনার দৃষ্টিতে ঢাকার মানুষজন বিদেশী দেখলেই সাহায্যের জন্য এগিয়ে আসে, এটা রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজমান। উনি সর্বোপরি ঢাকাকে রেকোমেন্ড করেছেন বিদেশী পর্যটকদের ভ্রমণ করার জন্য (বর্ষা ঋতু ছাড়া, উনার হিসেবে বর্ষায় রাস্তাঘাটের অবস্থা এতটাই নাজুক হয়ে উঠে, যে তাতে বিদেশী পর্যটকেরা বিব্রত হতে পারেন)
পুরো রিপোর্টটি পড়ার জন্য এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯