প্রশ্ন কোরো না,
কেন আসি বারবার অকারণে,
তোমার হেঁটে চলা রাস্তার মাঝখানে।
উত্তর আমারও অজানা।
প্রশ্ন কোরো না,
কেন তাকিয়ে থাকি নির্লজ্জের মত
তোমার জানালায় রোজ।
উত্তর আমারও অজানা।
তোমাকে ভেবে ভেবে অবাধ্য মন
স্বপ্নের জাল বোনে গহীনে।
প্রশ্ন কোরো না, কেন..
উত্তর আমারও অজানা।
তোমাকে দেখে নির্বাক কাঠ হয়ে যাওয়া
শক্ত মুখের অন্তরালে,
বিমুগ্ধ হৃদয় খুশীর স্রোতে ভেসে ভেসে
চলে যায় অসীমে।
প্রশ্ন কোরো না, কেন..
উত্তর আমারও অজানা।
প্রশ্ন কোরো না, প্রশ্ন কোরো না।
আমার বিশ্বাস,
একবার যদি আমার চোখের দিকে
ভালো করে তাকিয়ে দেখো,
সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে সেখানে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ সকাল ৭:২৬