মা মাগো ও মা তুমি আমাদের এতোভালোবাস কেন?এই কথা যদি মাকে বলি তাহলে তিনি কিছুক্ষন কথাখুজবেন অবষেশে বলবেন বাবা তোদের ভালোনাবাসলে এই পৃথিবিতে আর কাকে ভালোবাসবো তোরাই তোআমার সব।সব মাই তার ছেলেদের এই কথা বলবেন।তারপরও মায়ের এই কথাই আমার জন্য অন্যরকম ভালোবাসা।হবেই বা না কেন? সেই ছোট বেলা থেকে এখন পর্যন্ত মা আমাদের আগলে রেখেছেন পাখির ছানার মতো।তার কাল্পনিক পাখা মেলে আমাদের রক্ষা করছেন শত ঘাত প্রতিঘাত থেকে।ছোট বেলা থেকে এখন পর্যন্ত আমরা দু্ই ভাই মায়ের আচলতলে।বড় ভাই বাংলাদেশে। আর মাকে নিয়ে আছি ন্যুই্যর্য়কে।এখনো মাআমাকে নিজ হাতে ভাত খাইয়ে দেয়।এই মাত্রও খাইয়ে দিলেন।গোসলের পর প্রায় সময় জামাকাপর না ধুয়ে চলে আসি মা সেগুলো ধুয়ে দেন।তার সব চিন্তা চেতনা ধ্যান ধারনা সব আমাদের ঘিরে ।আমাদের প্রতি তার অন্ধভালোবাসা।ছোটবেলা ঠেকে আজঅবধি চড় থাপ্পর তো দুরের কথা একটা ফুলের টোকা পর্যন্ত দেননি।সুধু আফুরান আদর ভালোবাসা দিয়েই গেছেন।তাই বলে কখনো মায়ের অবাধ্য হই নি।আসলে আমরা যতোটা না ময়ের কথা শুনি তার চেয়ে আমাদের কথাই মা বেশি শুনেন।মায়ের সাথে এমনি আমাদের বন্ধুত্বের সম্পর্ক।সুধু মা নন বাবার বেলায়ও সমান কথা খাটে।আমার কাছে আমার মা বাবা দুজনাই সমান।তবুও মা দিবস তাই মাকে নিয়েই বললাম।
মা ঘুমিয়ে পরেছে আর আমি লিখছি।আমার মাকে নিয়ে অনেক কিছুই লিখতে ইচ্ছে করছিল লক্ষ কোটি কথা লিখতে ইচ্ছে করছিল।কিন্তু মার প্রতি অনুভুতি প্রকাশ করে লিখার ভাষা আমার জানা নেই।যা লিখলাম মাকে নিয়ে তা মরুভুমির একটি বালি পরিমানো না।
তবুও বলি মা তুমিই আমার সব
তুমিই আমার পৃথিবি।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৩