সামুতে ব্লগ জীবনের ২ বৎসর পার করলাম। প্রথম বৎসর যেভাবে উপভোগ করেছি দ্বিতীয় বৎসরটা সেই ভাবে করতে পারিনি। কিছুটা ব্যক্তিগত কারনে কিছুটা রাগে।
এক বৎসর পূর্তিতে একটা পোস্ট দিয়েছিলাম যেখানে অনেক কিছুর সাথে একটা প্রস্তাবও দিয়েছিলাম।
ব্লগ জীবনঃ ১ বছর পারঃ তথ্যের মহাসমুদ্রে বিচরন-(সাথে কিছু প্রস্তাব)
সেই প্রস্তাব ছিল ভাল লেখা সহজে ফিল্টার করা সমন্ধে । প্রত্যাশিতভাবেই সেই প্রস্তাবের ধারেকাছেও কিছু হয়নি।

তবে এবার আরো জরুরী একটা প্রস্তাব নিয়ে এসেছি।

অনেক নিক থেকেই স্পর্শকাতর, কুরুচিপূর্ন পোস্ট দিয়ে ব্লগের পরিবেশকে প্রায়ই বেসামাল করে দেয়ার চেষ্টা করা হয়। সেই 'একটা' মামুলি পোস্টকে সরাতেই দেখা যায় অহেতুক অনেকের পোস্ট-রিপোস্ট দেয়া লাগে। মডারেটরবৃন্দও স্বীকার করে থাকেন প্রতিদিন এত এত পোস্ট আসে যে তাদের 'রিসোর্স' সেগুলোকে সময়মত সামাল দিতেও পারেন না। বিশেষ করে ছুটির দিন অথবা অফ টাইমে এটা এত বেশি হয় যে, মডারেটরদের হস্তক্ষেপের আগেই সেই উদ্দেশ্যমূলক পোস্টের কার্যসিদ্ধি হয়ে যায়।
তাই স্বয়ংক্রিয় একটা ব্যবস্থা থাকা প্রয়োজন, যেটা ব্লগার তথা পাঠকদের সহায়তায় সম্ভব।
কোন পোস্টে যদি মাইনাস ভোটিং প্লাস থেকে ২৫ বেশি হয়ে যায় তাহলে সাথে সাথে সেই পোস্ট প্রথম পাতা থেকে সরে যাবে এবং ব্লগার ওয়াচে চলে যাবেন।
যদি মাইনাস ভোট প্লাস থেকে ৫০ বেশি পড়ে তবে নিক সাময়িকভাবে বাতিল হয়ে যাবে।
দুই ক্ষেত্রেই মডারেটর পরবর্তীতে বিষয়টা পুনর্বিবেচনা করবেন।
আমার মনে হয়না যেকোন পোস্টে যদি এতজন ব্লগারদের নেতিবাচক মতামতের আধিক্য হয়ে থাকে (শুধু মাইনাস নয় বরং প্লাস থেকে মাইনাসের পার্থক্য) সেটা কারো বা কোন গ্রুপের নিজস্ব চিন্তাধারার প্রকাশ হবে বরং সেটা একটা সার্বজনী্নতা পাবে।
ব্লগারদের কাছ থেকে এ ব্যাপারে আরো কিছু মতামত কিম্বা সমর্থন কাম্য।