কাব্য প্রচেষ্টাঃ প্রশ্ন
কোনো এক ভোরবেলাতে মন খারাপের বৃষ্টি পরে,
শহরটা যায় ঢেকে যায় বিষন্নতার কোন চাদরে,
কোনো এক গলির ভেতর শব্দগুলো যায় হারিয়ে,
রঙভোলা গাছ দাঁড়িয়ে থাকে সবুজ শত চিঠি নিয়ে।
এমন এক ভোরবেলাতে আমি শুধু বারান্দাতে-
ঘুমের থেকে জেগে ওঠে জং ধরা সব স্বপ্নগুলো
যে আরশিতে প্রতিচ্ছবি তার ওপরে ধুলোই ধুলো
না জানাটা আমার বুকে এ বর্ষণেও আগুন... বাকিটুকু পড়ুন
