আমার ঘৃণা কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন
আবর্জনার স্তূপ দেখলে এখন আর ঘৃণা হয় না ।
কিছু জীব জন্তু দেখলে ঘৃণা হতো এখন আর হয় না ।
শত্রুকে এখন বেশ আপন মনে হয় ঘৃণা হয় না ।
শৈশবে একবার কুকুর কামড়ে ছিল আমাকে সেই থেকে কি যে ঘৃণা ;
তবে এখন আমার কুকুর দেখলে বেশ ভালো লাগে ভালবাসতে ইচ্ছে করে ।
রাস্তার পাশে মল মূত্র ঘৃণা করে সবাই, আমিও করি
কিন্তু কি আশ্চর্য এখন আমার তা দেখতে বেশ ভালো লাগে ঘৃণা হয় না ।
রেস্তোরায় ঘাম হাতে বেয়ারার খাবার পরিবেশন বেশ ঘৃণিত ছিল আমার কাছে
এখন ঐ হাতের খাবার বেশ ভালোবাসি আমি ঘৃণা হয় না ।
চায়ের দোকানে এক কাপে অজস্র ঠোঁটের চুম্বন খুব ঘৃণা হতো
এখন ঐ কাপে চুমুকের কি সুখ আমি বুঝে গেছি ঘৃণা হয় না ।
বুঝে উঠবার পর কিছু কবির কবিতা পড়লে বমি হতো ঘৃণার দহনে পুড়িয়ে ছাই করে দিতাম ঐ সব
কিন্তু কি আশ্চর্য এখন সেইসব কবিদের কবিতা পড়ে আনন্দ জাগে ঘৃণা হয় না ।
আমার এখন ঘৃণা হয় শুধু অসুস্থ রাজনীতিকে
আমার এখন ঘৃণা হয় শুধু ভণ্ড, কপট, বিকার গ্রস্থ রাজনীতিবিদদের।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬