ঘটনা ১ :
গাইনী ওয়ার্ড এ ব্লক চলে। সন্ধ্যায় দেখলাম, লেবার রুমের বাইরে এক মহিলা ফোনে বলতেসে, সুন্দর হইছে। মায়ের মতই হইছে। একটু পর বুঝলাম, তার মেয়ের বাচ্চা হয়েছে এবং সন্তানটি মেয়ে। তাই তার বেয়াইবাড়ি পক্ষকে বুঝানোর আপ্রাণ চেষ্টা! যাই হোক, সকালে হিস্ট্রি নিতে গিয়ে সেই সুন্দর মাকে পেয়ে গেলাম। বাচ্চাটা আসলেই সুন্দর, ছোট্টো একটা পরী। কিন্তু বাচ্চার কোনো কাপড় নেই। আমি মাকে বললাম, এভাবে রাখসেন কেন? কাপড় কই? সে খুব বিরক্ত হয়ে বলল, কাপড় আসে নাই এখন ও! বুঝলাম, সন্তানটি মেয়ে বলে তাকে এই পৃথিবীতে সুন্দরভাবে অভ্যর্থনা জানানো হয় নি!
ঘটনা ২:
ইন্টার্ন, পেডি ওয়ার্ড। সকালে ওয়ার্ড এ গেলাম, রাউন্ড চলে। এর মধ্যে শুনি একটা বাচ্চা খারাপ হয়ে গেছে। দৌড়ালাম, ততক্ষনে সব শেষ। septicemia with severe anaemia with heart failure! বাচ্চার নানী বলতেছে, দুই মাস ধরে বাচ্চা অসুস্থ, "দাদী আসতে দেয় নি হাসপাতালে, ছেলে হলে কবেই নিয়ে আসতো।" মা বুক চাপড়ে কাদছে, বাবা চুপ!
ঘটনা ৩:
আমার রুমমেটের কাছে শুনা ঘটনা! তার কয়েকজন ফ্রেন্ড এর সাথে বাইরে, হঠাত হৈ চৈ। শুনে সিনজি এর মধ্যে ডেলিভারি হয়ে গেছে। মেয়ে সন্তান, তাই সেখান থেকেই তারা ফেরত গেল। হাসপাতাল আর আনলো না। অনেকেই বুঝালো, কোনো লাভ হল না। কারন সন্তানটি মেয়ে!