সীমিত আকারে বইয়ের দোকানের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ৩০ জুলাই (Click This Link)। কিছুদিন চলার পর বাংলা ই-বুক প্রকাশের এ উদ্যোগটি স্তিমিত হয়ে পড়েছিল। পরে ২০১১ সালের অক্টোবরে বইয়ের দোকানের নবযাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যে বইয়ের দোকানে আপলোড করা হয় সমকালীন লেখকদের শতাধিক বই। ক্রমশ গড়ে উঠছে, লেখকদের অংশগ্রহণে গড়ে ওঠা বাংলা ই-বুক সাইট বইয়ের দোকান।
(*লেখকদের অনুমতিক্রমে লেখকদের পাঠানো বই বইয়ের দোকানে আপলোড করা হয়।
*বইয়ের দোকানে প্রকাশিত বইয়ের স্বত্ব লেখক ও লেখকের অনুমোদিত ব্যক্তির অধিকারেই থাকে।
*বইয়ের দোকান শুধু বইয়ের ইলেকট্রনিক সংস্করণ প্রকাশের দায়িত্ব পালন করে।)
ই-বই মেলা ২০১২ উপলক্ষে বইয়ের দোকান বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে।
১. বই মেলা উপলক্ষে লেখকদের কাছ থেকে বই আহবান করা হচ্ছে। লেখকরা সাধারণত পূর্বপ্রকাশিত বই বইয়ের দোকানে প্রকাশ করতে দেন। এপ্রিলের বই মেলাতেও পূর্বপ্রকাশিত বইয়ের ই-সংস্করণ প্রকাশের রেওয়াজ বহাল থাকবে। তবে লেখকরা চাইলে আনকোরা বইয়ের সফট কপি ই-বুক হিসেবে প্রকাশের জন্য আমাদের কাছে পাঠাতে পারেন। এক্ষেত্রে বইয়ের সফট কপিতে ছাপা বইয়ের মতো একটি প্রিন্টার্স লাইন থাকতে হবে। সেখানে বইয়ের স্বত্ব, উৎসর্গ, লেখক পরিচিতি সহ আনুষঙ্গিক বিষয়ের উল্লেখ থাকতে হবে। পরিচিত শিল্পীর সাহায্য নিয়ে একটি প্রচ্ছদ করালে আয়োজনটি পূর্ণাঙ্গ হতে পারে।
২. বই মেলা উপলক্ষে থাকছে সরাসরি ই-বুক প্রকাশের ব্যবস্থাও। অপেক্ষাকৃত নতুন লেখকদের বইও আমরা ই-বুক আকারে প্রকাশ করে বইয়ের দোকানে প্রকাশ করতে আগ্রহী। যাদের বই কখনো ছাপা কাগজের বই হিসেবে প্রকাশিত হয়নি তারা নিজের বইয়ের সফট কপি আমাদের কাছে পাঠাতে পারেন। বই পিডিএফ বা ওয়ার্ড ফাইল হিসেবে পাঠানো যেতে পারে। বই পাঠানোর আগে বানান, বাক্যগঠন ইত্যাদি বিষয়ে মনোযোগ থাকলে ভাল হয়। বইয়ের প্রিন্টার্স লাইন, স্বত্ব, উৎসর্গ সহ প্রয়োজনীয় তথ্য থাকতে হবে। একটি প্রচ্ছদ হলে ই-বুক প্রকাশের সমস্ত আয়োজনই সম্পূর্ণ হতে পারে। যাদের বই আগে ছাপা আকারে প্রকাশিত হয়নি তাদের জন্য বইয়ের দোকানের একটি আকর্ষণীয় অফার থাকছে।
বইয়ের দোকানে প্রকাশের জন্য পাঠানো বইয়ের মধ্য থেকে গল্প, উপন্যাস, কবিতা, ভ্রমণ, প্রবন্ধ, স্মৃতিকথার ভাল তিন বা তারও বেশি বই ২০১৩ সালের ফেব্রুয়ারি বই মেলায় প্রকাশ করবে আদর্শ (প্রকাশনী)। বই পাঠাতে হবে ১২ এপ্রিল ২০১২ তারিখের মধ্যে। মেইলের সাবজেক্টে নতুন বই লিখতে হবে।
৩. ই-বইয়ের পাঠকদের মধ্য থেকে আমরা খুঁজে নিতে চাই অন্তর্দৃষ্টি সম্পন্ন ও বিশ্লেষণে পারদর্শী পাঠকদের। বইয়ের দোকানে প্রকাশিত যে কোনো বই নিয়ে সমালোচনা পাঠান। নির্বাচিত সমালোচনাগুলো প্রকাশিত হবে অনলাইন ম্যাগাজিন সাময়িকীতে (http://www.samowiki.net)। আর গল্প, কবিতা, উপন্যাস, ননফিকশন এই চারটি ক্যাটেগরিতে ৮ সেরা সমালোচকের প্রত্যেককে দেওয়া হবে ১ হাজার টাকার বই। ১৫ এপ্রিল ২০১২ তারিখের মধ্যে পাঠানো সমালোচনা পুরস্কারের জন্য বিবেচিত হবে।
৪. যথারীতি বইয়ের দোকান ওয়েবসাইটের পত্রিকা সেকশনে লিটল ম্যাগাজিন, পত্রিকা, জার্নাল প্রকাশিত হচ্ছে। পত্রিকা পাঠানোর অপশনও থাকছে।
বই, পত্রিকা, সমালোচনা ইত্যাদি পাঠানোর ইমেইল অ্যাড্রেস : [email protected] এবং [email protected] ই-বই মেলা সম্পর্কে আরও তথ্য জানতে হলে যোগাযোগ করুন : +৮৮০১৭১৪৩৩৮২১১ এবং +৮৮০১৭১১১৮০০৯১
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৩