ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দল ছেড়ে দেওয়ায় বাসায় গিয়ে হামলা করার অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাবেক নেত্রী তাহেরা বেগম জলি।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৮টায় তাদের ৫৬৩ নম্বর শাহিনবাগের বাসায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কয়েকজন কর্মী ঢুকে এই হামলা চালায় বলে তিনি তেজগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে বাসদের নেতারা দাবি করেছেন, ফেসবুকে একটি কার্টুন পোস্ট করা নিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে।
জলি দাবি করেছেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভুঁইয়ার নির্দেশে মেহেদি হাসান তমাল, রাহাত আহমেদ, প্রণবেন্দু রায়সহ ৭/৮জন তার বাসায় ঢুকে মারধর করে। এতে তিনি ছাড়াও মেয়ে, মেয়ের জামাই, গৃহশিক্ষক আহত হন।
বাসদের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও ভিন্নমতের কারণেই এ হামলা হয়েছে বলে জলি দাবি করেন।
মঙ্গলবার রাতে পাঁচজনকে আসামি করে জলি তেজগাঁও থানায় অভিযোগ করেছেন।
তেজগাঁও থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, তাহেরা বেগম জলির অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।
তবে মেহেদি হাসান তমালের দাবি, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। রাতে তারা ওই বাসায় যাননি।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভুঁইয়া বলেন, "জলির সঙ্গে এ বিষয়টির কোনো সম্পর্ক নেই। আমার নির্দেশ দেওয়ার তো প্রশ্নই ওঠে না।
"জলির মেয়েজামাই শিবু দাসগুপ্ত (যাকে আমরা সুদীপ্ত নামেই চিনি) রোববার ফেসবুকে একটি কাটুর্ন পোস্ট করে। দলের কয়েকজন সদস্য তার সঙ্গে এ বিষয়ে কথা বলতে বাসায় গিয়েছিল। সেখানে কিছু কথাকাটাকাটি হয়ে থাকতে পারে। কিন্তু মারামারি কোনো ঘটনার কথা শুনিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এইচএ/০১১৫ ঘ.
Click This Link