ঠিকানা
"ঠিকানা আমার নোটবুকে আছে,
... বাকিটুকু পড়ুন
Epistolary
যদিও
১)
এখন তুমি ধার্মিক খোঁজো,
যদিও আমার ধর্ম গেছে তোমার অবহেলায়
অতএব, অন্ধকার হাইওয়ে জুড়ে।
২)
তুমি রোজ দু-চার জনের জন্য রান্না করো,
যদিও আমি এখনো হোটেলে খেয়ে বাড়ি ফিরি
শুয়ে থাকি অতীত বাক্যে।
৩)
তোমার নামটার অর্ধেক আমিও লেখেছিলাম,
যদিও আমাদের কোনো চিরস্থায়ী লেখন সামগ্রী ছিলোনা
তাই, ঢেউ এসে মুছে দিলো স্মৃতিচিহ্ন।
Epistolary
কোন গান নেই, শুধু অদ্ভুত একটা সুর
পাশাপাশি বিচ্ছেদ আর মিলনের.
epistolary মন খোঁজে রান্না করার Romantic গন্ধ
ভরিয়ে দেয় কুড়িয়ে নেয় স্বপ্ন।
বয়সের গন্ধে ভারি হয়ে আসে বাথরুম
আর মুখ লুকোই ভীড়ে।
এই পাঠানো চিঠি ভুল ট্রেনে উঠলেই-
খেলা শেষ।
যদিও কখনো কখনো ভুল ট্রেন
সঠিক ঠিকানায় নিয়ে যায় সমস্ত
সৈন্যকে পরাজিত করে, প্রেমিকের কাছে।