প্রতিটা দিন কাটে শঙ্কায় ,
প্রতিটা রাত কাটে অস্থিরতায়,
আছে কে কোথায় এ বিপদ সামলায় .
যে যার মত আছে , বিপদ বাড়ানোর চেষ্টায় ।
কেউ বা, আবার আমজনতার বেশে আওরায় ,
আমি ত আর বিপদে নাই ,
যাক দেশ গোল্লায় ,
আমি ত সুখেই আছি, আমার তাতে কি আসে যায় ?
যে যাই বলুক না ভাই ,
নিজের শত্রু আমরা নিজেরাই ,
মুখ বুঝে সহ্য করে,
অন্যায় কে প্রশ্রয় দেই আমরাই।
কেউ বা আবার নিজের দেশ কে দোষ দেয় ,
ভাবে আমার কি দোষ ,জন্মেছে ভুল দেশে এই বাংলায় ,
আরে এ বেকুব, তুই ই ত তোর দেশ,
নিজের কাজ টা করে আয় ।