তুই যদি হবি ই অন্ধকার ,
আমি তব ঘুম ,
নিশ্চিন্ত আমি, নাই কিছু হারাবার ।
যদি বৃষ্টি হোস , তাতে কি ?
আমি তব বৃক্ষ ,
যাই করিস , উপকার আমারই ।
তুই বললি , তাইলে তুই নাকি হবি ঝড় ,
করে দিবি সব ছারখার
এবার আমি উইন্ড মিল, কি করবি কর ?
আমি বললাম , আমি তোর হাতের ঘড়ি ,
কি বললি ? ব্যাটারি কিনবি না !
আমি তোর হয়ে থাকলেই, খুশি ।
আলো-আধারের এই খেলায় ,
বিপরীতে যাস নে , ফেলে সুযোগ হেলায় !
নাহয় আমি পাটের আঁশ, এই অবেলায় ।