বিষয়টি খারাপ (যদিও বলার অপেক্ষা রাখেনা ) , যখন তারা দুর্ণীতি করে, সোজা বাংলায় ঘুষ খায় ।
কিন্তু, বিষয়টি উদ্বেগজনক , যখন তারা বোঝানোর চেষ্টা করে অথবা নিজেকে স্বান্তনা দেয় , কেন এই টাকাটা (ঘুষের) তাদেরই প্রাপ্য !
গেলাম , BTCL এর অফিসে , "edu.bd" ডোমেইনের রেজিস্ট্রেশন করতে । এজেন্ট হিসেবে, ১২০০ টাকা +১৫% ভ্যাট সহ খরচ হওয়ার কথা ১৩৮০ টাকা । যখন টাকা দিলাম বলল , আপনার কাজ হবে না এই টাকায়।
জিজ্ঞেস করলাম , কারন কি ?
এই টেবিল , ওই টেবিল, পাঁচ টেবিলে ফাইল ঘুরার কথা বুঝাইলো প্রথমে , তারপর বুঝাইলো , বিভিন্ন ব্যাংক আর ডিমান্ড নোটের ব্যাপার , তারপর বুঝাইলো আপনার ত অনেক ফাইল মিসিং , ইনিয়ে-বিনিয়ে অনেক ভাবে বুঝাইলো টাকা বেশি দিতে হবে , তাহলে তিনি (মুয়াজ্জেন সাহেব) দায়িত্ব নিয়ে কাজটা পিয়নের সাহায্যে দ্রুত করিয়ে ফেলবেন, এমনকি মিসিং কাগজপাতিও সমস্যা হবে না ! এবং শেষে বোঝালেন তাদের কষ্টের জন্য,অতিরিক্ত টাকাটা দিতে ।
কোথায় যেন পড়ছিলাম ক্লিয়ার মনে নাই, তবে এই টাইপ ,"They are stupid cause they tell stupid things , They are more than that , if they think I'm believing them."
দুর্নীতিটা বন্ধ হোক ,আইটি সেক্টর থেকেই ! নাহলে খামোখা, Sajeeb Wazed ভাই কষ্ট করে লাভ কতটুকু হবে (!) সে ব্যাপারে প্রশ্ন থেকে যায় ।