যখন জমে থাকা নিরবতা, উঁকি দিতে চায় ,
গলা ফাটিয়ে চিৎকার করে জানিয়ে দিতে চায় পৃথিবী কে ,
আমি বারণ করি , নিজেকে আমি থামাই ।
যখন বৃষ্টির ফোটা আমার শরীর ছুয়ে যায়,
মন ভিজতে চায়,মিশে যেতে চায় প্রকৃতিতে ,
বিপদ থাকতে পারে, স্বান্তনা দিয়ে , নিজেকে আরেকবারের মত থামাই।
রোদে পুড়ে, কালো হওয়ার ভয়
কিংবা ,ঝড়ে উড়ে যাবার শঙ্কা আমাকে ছোয়নি ঠিকই ,
তারপরও , অন্যায় দেখে আৎকে উঠেছি প্রতিনিয়তই।
যখন অন্যায়কেই, ন্যায়ের রুপে প্রতিষ্ঠা করার অপচেষ্টা দেখি ,
আমি ত অন্যায়টাই শিখি , এবারও নিরব ই থাকি !
সকল ক্ষোভ এই ফেসবুকেই সীমাবদ্ধ রাখি ।