কিছুটা বলব না , অনেকটা ক্ষোভ নিয়েই লেখাটা শুরু করলাম । বিষয়টা মনে হয় আমি একা না আপনারা সবাই ই খেয়াল করছেন । ধরেন যে কোন একটা ঘটনা ঘটল , প্রথমে আমরা দুই ভাগ হই , হয়ে ঘটনা কম জানি আর বেশি জানি পাল্টাপাল্টি বক্তব্য শুরু করি। এমনকি ঘটনাটা দেশের জন্য ভাল হইলেও। আমি দুই একটা উদাহরণ দিলে ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে।
কিছুদিন আগের একটা নিউজ , বনানী তে একটা ইলেক্ট্রিক্যাল ওভারব্রিজ হচ্ছে , কি সুন্দর একটা নিউজ !কত বৃদ্ধ , ডিসেবল্ড মানুষ বিনা কষ্টে রাস্তা পারাপার করতে পারবে , ভাইবাই ভাল্লাগতেছিল! এই ঘটনাতেও যে দেশ দুই ভাগ হওয়ার সম্ভবনা আছে , ওইদিন ফেসবুক ব্লগে না বসলে জানতামই না।যাদের সব কিছুতেই না বলা স্বভাব, তাদের কেউ বলতেছে , দুই দিন ও টিকবেনা , আমাদের ট্যাক্সের টাকা অপচয় , দেশের প্রাইমারী স্কুলগুলায় চাল নাই , ব্যার্থ সরকার, টাকা মারার ধান্দা আরও কত কি... আমি এইগুলা পইড়া স্রেফ উইড়া গেলাম !
কয়েকদিন আগে ,একত্রে জাতীয় সঙ্গিত গাওয়ার ব্যাপারটায় , আগে বলা শুরু করছিল কেনো এত অপচয় ? দেশের মানুষ খাইতে পারতেছেনা আর এইখানে দেশের টাকা অপচয় ! হায়রে আবেগ ! কে জানি আবার অতিরিক্ত আবেগে লিখছিল বাংলাদেশের অনেক প্রাইমারী স্কুলে নাকি ছাঁদ নাই ! আরে ভাই থামেন টাকাটা দেশের ভিতরেই খরচ হইছে , দেশের কিছু মানুষের এর পেটেই সেদিন টাকা টা পরছিল । কেউ হয়তবা প্যান্ডেল টাঙাইছে , কেউ খাবার বানাইছে , কেউ বাশ গাড়ছিল কেউ পতাকা বানাইছিল। পরে যখন দেখল যে , বিরোধিতা কইরা লাভ হয়নাই, শালার গান ত গায়াই ফালাইলো , এখন কি করা যায় ?? গেল গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস এর ওয়েবসাইটে , দেখল আমাদের এইটা নাকি রেকর্ডবুকে যায়গা পায়নাই । আবার আলোচনা শুরু হইল টাকা অপচয় , এই সেই পুরনো আলোচনা। যাই হোক পরে থামছে যখন সরকার নিজ থেইকাই প্রচার শুরু করল আমরা রেকোর্ড করছি । আমার তখন ওই লোকগুলা ডাক ফেস দেখার খুব ইচ্ছা ছিল !
এইবার তাদের নিয়ে কিছু বলি , যারা সুশিল হইতে চায় ! আরে ভাই , সুশিল হওয়া , এই ব্যাপারটা ত জোড় করে হওয়া সম্ভন না । আপনি জোর করে যেটা পারবেন , সেটা হচ্ছে অন্যের এটেনশন নিতে পারবেন সর্বোচ্চ ! তখন হয়ে যাবেন এটেনশন সিকার ! যাইহোক লাইনে আসি, কোন না কোন তেতুল বিখ্যাত হুজুর , শফি হুজুর কি না কি কোথায় বলছে , আমি একবার পইড়া জাস্ট ইগ্নোর করছি ! তাও কেউ না কেউ ফেসবুকে শেয়ার দিসিল তাই। উরিবাবা, কতক্ষন পরে দেখি দেশের শ্রেষ্ঠ(তথাকথিত) ব্লগার , ফেসবুকার এই ঘটনারে পেচায়া মুসলিম খারাপ , অমুক খারাপ , তমুক খারাপ , আস নাস্তিক ভায়েরা এক হই আরে শালার কত কাহিনী ! শফি মিয়া , যে পরিমান হেইট স্পিচ ছড়াইছিল , তথোকথিত জনপ্রিয় ব্লগার কি এর চেয়ে কম কিছু করল ?? যারা যারা ঘটনাটা জানত না , ভালভাবে জানল, ওই স্ট্যাটাসের কমেন্ট গুলা দেখলাম , কিছু কমেন্ট করতেছে , ওই নাস্তিক তুই মর , নাস্তিকের ফাসী চাই , মুসলিম খারাপ অমক খারাপ , আসেন নাস্তিক ভায়েরা আমরা এক হই। আমি পড়ি আর হতাশ হই । আস্তিক, নাস্তিক এই ধরনের শব্দ গুলা লিখতে আমরা খুবই কষ্ট হচ্ছে । আরে ভাই , এত ডিভাইডেশন ক্যান ? আমরা ত বাঙালী , এই পরিচয়টাই কি যথেষ্ঠ না ? অন্য দেশের মানুষ যদি খালি বাংলাদেশে না আইসা যাস্ট লাস্ট এক মাসে ফেসবুক স্ট্যাটাস পরে ভাববে আরে , এই দেশে ত শান্তি নাই কাহালি ঝগড়া বিবাদ , বিলিভ মি আই হ্যাভ এভিডেন্স এবাঊট দিস ফর সিঊর।
ধর্ম একবারে পার্সোনাল একটা বিষয় , আমি মুসলিম , আমি অন্য ধর্ম সম্পর্কে খুব একটা জানিও না । আমারটাতে যেটা বলা আছে , অন্যের ধর্মের উপর কখন ও জোর-জবরদস্তি দিয়ো না। যার যে ধর্ম ভাল্লাগে সে সেইটা পালন করে সৎ , সাহায্যকারী হইলেও ত হইল। এটলিস্ট এই জিনিস টা মাথা থাকলেও ত হয় । আমি কারও ক্ষতি করবনা ! যার কোন ধর্মই ভাললাগে না , না লাগুক এইটা তার ব্যাপার । ক্যান রে ভাই আবার তারে গুতাইতে হবে। আবার অই লোক ও যদি অন্য ধর্ম বিশ্বাসী মানুষ দের ধর্ম নিয়া ক্ষোটা দেয় , হুদাই পেইনফুল কিছু কথা ছড়ায়, দাঙ্গা হাঙ্গামা ত আমরা আমরা কইরাই মইরা যামু , বিজেপি'র আর আসতে হবে না ।
বোধহয় আরিফ ভাইয়ের একটা লেখা পড়ছিলাম , হরতালের কথা পেপারে না আসলেই ত হয় ! কেউ জানল না হরতালও হইল না। পড়ে খুবি আশাবাদী হইছিলাম যদিও ব্যাপারটা অসম্ভব ! অন্য যে খারাপ বিষয় গুলি , অন্তত আমরা সেইগুলা শেয়ার করা বন্ধ করি । নিজেদেরকে বিশ্বাস করি । একটা লোক জঙ্গি , সন্ত্রাসী , পথভ্রষ্ট আস্তিক-নাস্তিক হইতে পারে ত আমার কি ? তার কথাটা শুনি , পছন্দ না হইলে বুঝাই । সে যদি না বুঝে জাস্ট ইগ্নোর । হ্যা আমি আবার বলতেছি জাস্ট ইগ্নোর , হুদাই লোক জড়ো কইরা আরও ২০ জনরে জানানোর ত কোন মানে নাই , যে ও খারাপ । কারন অই খারাপ লোকটাও হয়তবা ভাবতেছে তুমি খারাপ সে যদি তোমার মত ২০ জনরে জড়ো করে লাভ কার হইল ? দুই জনেরই ত লস !
আসেন একটু সহিষ্ণু হওয়ার চেষ্টা করি , চিল নিয়া গেছে কান , এই কারনে চিলের পিছে না দৌড়াইয়া একটু ভাবি ।
আমি খালি ভাবি , এই লোকগুলা কি করত যদি , ফেসবুক ব্লগ না থাকত ? তারা কি মাইক নিয়া রাস্তায় দাড়ায়া হেইট স্পিচ ছড়াইত না অন্য কিছু ??
"ধরণী তোমার সন্তানেরা আজ পথভ্রষ্ট ,
দাও বলে কোন উপায় , আবার মিলিব মোরা ,
ফেলে দিয়ে যা আছে সব পচা আর নষ্ট ! "
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৯