বাগানে বাবা-ছেলে বসে আছে। বৃদ্ধ বাবা চুপচাপ বসে আছে আর তার যুবক ছেলে তার পাশে বসেই পত্রিকা পড়ছে। এমন সময় একটা পাখি এসে বসল বাগানের এক গাছে।
বাবা ছেলেকে জিজ্ঞেস করল, ”ওটা কি?”
ছেলে উত্তরে বললো,”এটা একটা চড়ুই।”
বাবা কিছু পর আবার বলে উঠলো, ” ওটা কি?”
ছেলে বললো,”বাবা, আমি এইমাত্র তোমাকে বলেছি যে এটা একটা চড়ুই ।”
পাখিটা এবার উড়ে গিয়ে একটা বড় গাছের মগডালে গিয়ে বসলো।
বাবা ছেলেকে আবার জিজ্ঞেস করল, ” ওটা কি?”
”একটা চড়ুই বাবা, একটা চড়ুই, চ-ড়ু-ই।”
বাবা আবার জিজ্ঞেস করল, ” ওটা কি?”
ছেলে এবার চিৎকার করে বলে উঠলো, ”তুমি কেন এমন করছো? আমি তোমাকে অনেকবার বলেছি এটা একটা চড়ুই । তুমি কি আমার কথা বুঝতে পারছো না?”
বাবা ততক্ষনে উঠে দাঁড়িয়ে ঘরের দিকে হাঁটা শুরু করেছেন। পেছনে ছেলে চিৎকার করছে, ”কোথায় যাচ্ছ তুমি?”
কিছু পরে বাবা হাতে একটি ডায়েরী নিয়ে বাগানে ফিরে এলেন। ডায়েরীটির একটি পাতা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। ছেলে পড়া শুরু করতেই বলে উঠলো, ”জোরে।”
ছেলে এবার জোরে জোরে পড়া শুরু করলো, ”আজ যখন আমি আমার তিন বছরের ছেলেকে নিয়ে পার্কে বসে আছি ঠিক তখন আমাদের সামনে একটি চড়ুই এসে বসলো। আমার ছেলে আমাকে ২১ বার জিজ্ঞেস করলো, ” ওটা কি?” আমি বিরক্ত না হয়ে বার বার তার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলাম এবং প্রতিবার প্রশ্ন করার সময় আমি তাকে পরম আদরে জড়িয়ে ধরছিলাম।”
লেখাটি পড়ে ছেলেটি ডায়েরী বন্ধ করে ফেলে। আপনার কি মনে হয়? এরপর ছেলেটি কি করেছিল? জানতে চাইলে দেখে নিন Constantin Pilavios পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র What is that?
স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটি সম্পর্কে আপনার মতামত জানান। ভালো লাগলে শেয়ার করুন।
নিজের অজান্তে আমাকে রিভিউ লিখতে উৎসাহিত করেছেন নিয়নের আলো ।