"Human" নামে একটা ডকুমেন্ট্রি দেখলাম রিসেন্টলি, খুব ভালো লাগলো। কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর বিভিন্ন মহাদেশের মানুষজন দিচ্ছে, ভিন্ন ভিন্ন ভাবে। খুবই থট প্রভোকিং এবং মোটিভেশনালও। সাথে বিজিএম এবং পিকচারাইজেশনও খুবই অনবদ্য।
যাই হোক, সেই ডকু'তে একজন খুব সুন্দর একটা কথা বললেন
You Don't buy anything with your money, rather with time, the time you spent to earn this money.
আমাদের সবকিছুই আসলে "সময়" কেন্দ্রিক। তাই টাইম ম্যানেজমেন্ট বর্তমানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মোটামুটি আমরা সবাই এটা বিশ্বাস করি যে, আমাদের হাতে সময় কম কিন্তু কাজ বেশি। কিন্তু প্রচলিত এ ধারণা ভুল। ব্যালেন্সড ওয়েতে কাজ করলে কোনো সময়ই কম না।
এটাই পড়ছিলাম David Allen এর "Getting Things Done" বইটিতে। অন্যান্য বইয়ের সাথে এই বইয়ের খুব গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে- এখানে সবকিছু এক্সপ্লেইন করা হচ্ছে খুবই ইনফরমেটিভ এবং ডিটেইলড ওয়েতে। ফ্লো চার্ট, গ্রাফ, ইনফোগ্রাফিক চার্ট, এক্সপেরিয়েন্স সবকিছুকে ব্লেণ্ড করে আইডিয়াগুলোকে খুব সুন্দর জেনারেট করা হয়েছে।
বই থেকে একটা জিনিস শেয়ার করি- আমাদের যেকোনো কাজ, সেটা যতই বড় বা ছোট হোক না কেন, তার পাঁচটা পার্ট থাকেঃ
Collection
Process
Organise
Review
Do
এই প্রত্যেকটা পার্টেরই এক্সপ্লানেশন আছে। যেমন- আমি একটা ইউটিউব ভিডিও বানাবো। প্রথমেই আমাকে এই ভিডিও রিলেটেড জিনিসপত্র, থাম্বনেইল, ভিডিও ক্লিপ, নিজের ভিডিও শ্যুট সব যোগাড় করতে হবে। এটা Collection
এরপর এগুলোর মধ্যে কোনটা আমার দরকার, কোনটা দরকার নেই, সেটা দেখতে হবে। এটা Process
এরপর যেগুলো আমি "প্রসেস" ফিল্টার করে পেলাম, সেগুলোকে সেট করে, সাজিয়ে, সিনক্রোনাইজ করে রাখতে হবে। এটা Organise
চতুর্থ স্টেজে এসে দেখতে হবে সব ঠিকঠাক এসেছে কী না, কোনোকিছু কম আছে কী না। আরো কিছু লাগবে কী না। এটা Review স্টেজ।
শেষ স্টেজ, যেখানে এসে বুঝতে পারা যাবে, সব রসদ তৈরী, নেমে পড়তে হবে সমরে। মানে ল্যাপটপ অন করে ভিডিও বানানোর কাজ শুরু করতে হবে। এটাই লাস্ট স্টেজ, Do.
তাছাড়া, ব্রেইনের রোডম্যাপ এবং স্ট্রাটেজিক্যাল বিভিন্ন উইন্ডোজ নিয়েও কথা বলা হয়েছে। সাথে বেশ ক্যাচি ক্যাচি কিছু ক্যাপশন এবং পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স মিলিয়েমিশিয়ে প্রত্যেক পৃষ্ঠা বেশ ভালোই উপভোগ্য। বোরিং লাগার কোনো সুযোগই নেই এখানে।
এরকম অসাধারণ সব কনসেপ্ট উইথ প্রোপার এ্যানালাইসিস আছে বইটিতে৷ ভালো লাগছে পড়ে। মাঝ বরাবর আছি।
বই থেকে ফ্লো চার্ট সহ এবং দুয়েকটা ছবি সহ পুরো পোস্ট পড়তে চাইলে-
https://shuvosarkarblog.wordpress.com/…/lesson-from-books-…/
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০১