এটাকে অনেকে কলাপাতার বেনী বলে।
ছোট্ট একটা টুইস্ট। এই টুইস্টটা করে খুলতে বলতে পারেন ছোটদের।
বড়দেরও অসহায় হতে হয় মাঝে মাঝে। বানানো যত সহজ,খুলতে পারাটাও তেমনি। তবে একটু প্যাঁচ আছে।
ছোটবেলায় এইটা কে কে করেছেন, মনে পড়ে?? খুব মজা পেতাম একসময়।
এটা বানাতে চাইলে কলাপাতা সাইজ করে নিন (দুই টুকরা, একইরকম)
একটার উপর আর একটা রেখে দুইটাকে একসাথে করে নিন-
এরপর যা করা লাগবে ছবিগুলো দেখলেই বুঝবেন আশা করছি।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০