"ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন শাহাদাত"
তো কী করবো? নাচবো! ধরলাম টাকা'র বিনিময়ে গরীব ঐ পরিবারটা আইনের দায় থেকে তোরে মুক্তি দিলো। মন থেকে তারা মুক্তি দিবে? সমস্ত দেশের লোক কি মন থেকে তোরে মুক্তি দিবে?
যদি বিসিবি অদ্ভুৎ কোন রহস্যময় কারনে তোরে ক্রিকেটে ফিরায়েও নেয়। দেশের হয়ে চার, ছক্কা মারলে কি আমার হাতে তালি উঠবে? বারবার আমার মনে ঐ শিশুটার কথা মনে হবে। যারে তোরা নির্যাতন করছিস পাশবিক ভাবে।
দেশে কি আর কোন ক্রিকেটার নাই? এই পশুরে দিয়েই খেলাতে হবে? ক্রিকেট বড় আবেগী এক স্বপ্ন আমাদের জন্য। স্বপ্নের মধ্যে কালিমা না ঢুকালেই কি না?
আমার ভাই সাফ কথা। যে অন্যায় করছিস তা থেকে কিছু দিন জেল খেটে হয়ত মুক্ত হবি। কিন্তু দেশের মানুষের মনের ঘৃণা থেকে মুক্ত হবি না। এই শাস্তি দেখে অন্য ক্রিকেটাররাও শিখুক। আমরা মাথায় তুলে যেমন নাচতে জানে। ক্ষমাহীন ভুলের কারনে আবার পায়েন নীচে ফেলেও রাখতে পারি। এখন মাথায় থাকবে না পায়ের নীচে থাকবে এইটা তাদের আচরণ দিয়েই প্রমান করতে হবে।
সরি শাহাদাত, মন থেকে আপনি শব্দটা এলো না।