বাংলাদেশ বিমানের এক বিমান খালা'র কথা, থুক্কু বিমান বালা'র কথা মনে পড়ে গেলো। বয়স হবে বড় জোর পঞ্চাশ। স্বাস্থ মাশাল্লাহ ভালো। এইগুলা বড় কথা না, বড় কথা হইলো উনার ব্যবহার! বাপরে বাপ, এমন ধমকাধমকি শুরু করলো! কপাল খারাপ, এইটা বিমান ছিলো। যদি বাস হইতো, আমি নিশ্চিন্তে বলতাম
- আমার ভাড়া ফেরত দেওয়া লাগবো না, আমারে নামায়ে দেন।
এক ভদ্রলোক গেলেন ফ্রেসরুমে। কথা সত্য, ভদ্রলোকের চেহারা বিমানে চড়ার মত উন্নত না। বাসের হেল্পার টাইপ চেহারা। বাথরুম থেকে বের হবার পর শুরু হইলো খালা'র ঝাড়ি
- বিমানে উঠলেই বাথরুম চাপে? হেঅ্যা... যান, সিটে যান। এক্ষুনি যান...
ভাগ্য ভালো ভদ্রলোক ঝাড়িটা বাথরুমে যাওয়ার আগে খান নাই। তাইলে ফাও এত দামী বিমানের ফ্লোরটা নষ্ট হইতো।
আমি ডায়বেটিক পেসেন্ট। কিন্তু বাথরুমে যাওয়ার রিস্ক নিলাম না। মনেমনে সময় হিসাব করতে থাকলাম। ইমিগ্রেশন পার হইতে কয় মিনিট লাগবো? এতক্ষণ চেপে রাখতে পারবো তো!
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২