প্রিয় পানি চেয়ে খাওয়ার মত পোলা না। জোর কইরা যারে পানি খাওয়ানো যায় না। সে একটু পরপর বলা শুরু করলো
- বাবা মাম।
দড়জা খোলো ডাইনিং রুমে নিয়ে গেলাম। হাত থেকে ফসকে বেড় হয়ে দিলো দৌড়। শুরু করলো দৌড়াদৌড়ি। বললাম
- প্রিয় মাম খাও...।
সে মহা ব্যস্ত। বললো
- না, বাবু মাম না। (তারমানে বাবু পানি খাবে না)
ধরে বেধে আবার রুমে নিয়া আসলাম। একটু পর আবার শুরু করলো, বাবা মাম...। আবার বাইরে নিলাম, আবার খাইলো না। বুদ্ধি করে পানির একটা গ্লাস বেড রুমে নিয়া গেলাম। যখন বললো, বাবা মাম.. সাথে সাথে গ্লাস হাতে নিলাম। শুরু করলো
- বাবা ইটা না। ঠান্না মাম। (মানে সে ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা পানি খাবে।
নিয়ে গেলাম আবার রুমের বাইরে। এক ঢোক পানি অবশ্য এবার খাইলো, আর খাবে না।
যাই হোক, পরে অনেক গবেষণা করে বের করলাম। প্রিয় দড়জা খুলতে পারে না। নাগাল পায় না এখনো। তাই সে যখনই রুমের বাইরে যেতে চায়, পানি খাবার কথা বলে দড়জা খোলায়।
ছেলেটারে নিয়া চিন্তায় আছি। বেকুব না হইলেতো বড় হয়ে ভালো হাজবেন্ড হইতে পারবে না!
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪