যখন কেউ ব্লগে নতুন আসে, একটা মডারেসন স্ট্যাটাস দেখানো হয়।
এটা কি আদৌ কি কাজ করে?
সংকলিত পাতা মানে কি?আদৌ কি কোন লেখা সংকলিত হয়??মডারেটর কি কোন লেখা পড়ে দেখে নাকি সরাসরি প্রকাশিত হয়?
যাই হোক,মূল প্রসংগে আসি।
প্রতিদিন ব্লগে ঢুকে কিছু কমন পোষ্ট দেখা যায় তা হল আস্তিক আর নাস্তিক নিয়ে।
ধর্মীয় আলোচনা হতে পারে।তবে এখানে সবাই এক জন আরেকজনের ধর্মীয় অনুভূতি নিয়ে টানাটানি করে।কেন?এটা যার যার নিজস্ব ব্যাপার।হ্যা, নিজের ধর্ম নিয়ে কিছু বলার থাকলে, দাওয়াত দিতে চাইলে অবশ্যই সেটা আমরা করব।
যারা নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দিচ্ছে, তারা দেখলাম ইসলাম এবং মুহম্মদ(স) নিয়ে খুব চিন্তিত। আমি বলব,ভাইরে, নিজের ধর্ম নিয়ে আগে কাজ করেন।আর আরকেটা ব্যাপার হল ,নাস্তিকগন শুধু ইসলাম নিয়েই কেন গবেষনা করেন?পৃথিবীতে তো আরো ধর্ম আছে,যদিও ভাল লাগল।গবেষনা করতে করতে যদি হেদায়াত প্রাপ্ত হন।
তবে এইসব পোষ্ট এর মাধ্যমে অন্যের অনুভূতিকে আঘাত করা হয় এটা কি মডারেটর রা দেখেন না????
ধর্ম অনেক Sensitive একটা ব্যাপার যা সবাই জানেন।তারপরও কেন এই ব্যাপারটা নিয়ে প্রতিদিন আজেবাজে পোষ্ট আসে?কিভাবে অন্যের ধর্ম নিয়ে আজেবাজে মন্তব্য করা হয়?আর নাস্তিক ভাইরা কেন শুধু ইসলাম নিয়ে লিখছেন?অন্য ধর্ম নিয়েও লিখেন,জানতে চাই।
এমন আরো কিছু পোষ্ট আসে যা দেখলে মনে হ্য় না কোন ব্লগার এইসব লিখতে পারে।
মডারেটর কি এই সব দেখেন না?
দায়ভার মডারেটর কে ই নিতে হবে যদি এখান থেকে ধর্ম নিয়ে Serious issue তৈরি হয়।মডারেটর উচিত অন্যকে আঘাত করে, বিশেষ করে ধর্মীয় অনুভূতি কে আঘাত করে এমন পোষ্ট প্রকাশ না করা।
And With a certain percentage or number of negetive ratings, পোষ্ট Ban করার নিয়ম থাকা উচিত।
মত প্রকাশের স্বাধীমতা মানে এই না যে যা ইচ্ছে তাই বলা।
মডারেটর কে বলছি, লেখা প্রকাশ করার আগে পড়ুন।নতুন কোন দাংগার জন্ম দেবেন না, কারন নিজের অনুভূতিতে আঘাত হানলে কেউই চুপ থাকে না।
সুখ বিলাস, একজন সচেতন যুবক
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৪৯