একটা সময় ছিল ভাল লাগার বস্তু বা ব্যক্তিকে না দেখলে অস্থির হয়ে যেতাম আর ভাবতাম কখন দেখব। তবে সেটা ছিল ছোটবেলা।বলা যায় Infatuation অথবা অনেকখানি পাগলামী। সারাক্ষন অদ্ভুত ভাল লাগায় ডুবে থাকা।প্রথম প্রথম সব কিছুই থাকে রঙিন।আর সাথে থাকে উত্তেজনা।
এখন তো বয়স অনেক হল।খুব বেশি ভেবে বসবেন না।ভাল লাগার বয়স আছে এখনো
তবে অদ্ভুত ব্যাপার হল এখন আর সেই পাগলামীটা নেই।যা আছে তা হল অনেক ভয়। এ এক অদ্ভুত ভাল লাগা।ভাবতে ভাল লাগে ,তবে তার সামনে যেতে অসম্ভব ভয় লাগে।ঘটনাক্রমে সামনে পড়েও গেলে মনে হয় এই বুঝি ভেতর থেকে নাড়ি ভূড়ি সব বের হয়ে আসবে এমন একটা মোঁচড় অনুভূত হয়।
তার যে হাসি, দেখলে মনে হয় এই হাসিটার জন্য তো সব কিছু করা যায়। নাক তো অসাধারন সুন্দর, আর খাড়া। চুল সুন্দর না হলেও ,খারাপ লাগে নি,যদিও সুন্দর চুলের প্রতি আমার অনেক দুর্বলতা।
চোখ দুটি খুব গভীর না হলেও, চোখে তাকাতে ভাল লাগে। দৃষ্টি তীঘ্ন না হলেও, চাহনী তে একটা সৌন্দর্য্য আছে।
দেখেছিলাম ৩/৪ মাস আগে।তারপর প্রায়ই দেখতাম।তবে কখনো Consciously অনুভব করিনি যে ভাল লাগে, ভাল লাগবে।তার কিছুদিন পর,সে চোখের আড়াল হয়ে গেল।আমিও, বলতে গেলে ভুলেই গেলাম তাকে।
কিছুদিন পর বন্ধু বলল, তাকে তো দেখলাম গুলশান এর দিকে যেতে রিক্সায়।তাও খুব ১টা কানে তুললাম না।সেমিস্টার শেষে Subject Registration এর দিন আবারও দেখা।বন্ধুর শত জোড়াজোড়িতে আর ভেতরে অনেক ভয় নিয়ে গেলাম কথা বলতে।সেদিন এর মত ভ্য়কে জয় করলাম, আর ভাবলাম আমাকে দিয়েই বুঝি হবে।
তার পর যখনই সামনে পড়ত,মনে হত পা দুটি মনে হয় ভেঙগে গুড়োঁ হয়ে যাবে,দু পা এর কম্পন আর সামলাতে পারি না।
এত ভয় কি আর সহ্য হয়?? তাই মনে মনে ভাবতাম,নিজের অজান্তে, আজ যেন সামনে না পড়ে। আর যদি পড়ে যেত, এড়িয়ে যেতাম।
এটা কেমন ভাল লাগা?
আবার একদিন সাহস করে কথা বলে বুঝলাম মানুষটাও অনেক Sweet.তবে কথা Continue করাই ছিল সবচেয়ে কঠিন কাজ।
প্রতিদিন বাসায় এসে ভাবতাম আবার যেদিন সামনে পড়বে, অবশ্যই কথা বলব। কথা তো দূরে থাক, দেখলে আমি নিজেই কেঁটে পরি ভয়ে।
আজ আবারো বন্ধুর জোড়াজোড়িতে সাহস করলাম কথা বলার।খুব কাছে গিয়েও ডাক দেয়ার সাহস হচ্ছিল না।শেষমেষহ,কথা বললাম।খুব হাসি মুখেই আমার সাথে কথা বলা হল।
বললাম কোন Floor এ যাচ্ছ?প্রথমে বলতে একটু দিধ্বা থাকলে পরে বলল 7th Floor। বললাম, যদিও আমার ক্লাশ নেই,তোমার সাথে যাব।
হেসে বলল- না থাক,আমি একাই যাই।কিছুটা নাছোড়বান্দা হয়ে গেলাম নিজের অজান্তে।
বললাম, একদিন ই তো, তোমাকে Company দিই ,চলো। দুই গাল ভরে হাসলো।
যখন নিচে নেমে আসলাম, কি যে খুশি লাগছিল কথা বলতে পেরেছি ভেবে।আবারো সাহস পেলাম।আর এখন চিন্তা করছি, আমাকেই দিয়েই হবে হতেই, হবে
তবে,এত কেন ভয় সামনে যেতে?এত কেন ভয় কথা বলতে?কেন পারি না???
সুখ বিলাস, একজন সচেতন যুবক
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫