ব্যাপারটা যদি শুধু এমনই হয় যে "ঠিক আছে, যেভাবেই হোক সামু তো চলছেই"- তাহলে ঠিক আছে।কথা আর বাড়িয়ে লাভ নেই । কিন্তু যদি বাংলা ব্লগিং কে আরো বিস্তৃত করার মনোস্থির করে থাকেন কিংবা আরো সমৃদ্ধ আরো নজরকাড়া, তাহল আমার ব্যক্তিগত কিছু অভিমত থাকবে। না আমি কোন কম্পিউটার প্রোগ্রামার নই নচেৎ আমি কোন চাণক্য। তাই উপদেশ দেবার মত জ্ঞান আমার নেই। তবুও যদি ক্ষুদ্র এই সামু ব্যবহারকারীর আর্জি বিবেচনা করতেন তবে ভাল হত। নিচে কিছু বিষয় তুলে ধরলাম যেগুলো নিয়ে একবার অন্তত চিন্তা করে দেখতে পারেন।
১/ ভিউ রিমাইন্ডার অ্যান্ড ব্যাজ ঃ
কারো ব্লগ একটি নির্দিষ্ট সংখ্যক ভিউ অর্জন করলে তার নামের পাশে যোগ করতে পারেন একটি স্পেশাল ব্যাজ কিংবা যোগ হতে পারে একটি টাইটেল বা র্যাঙ্ক। এতে আমাদের মত মিনোস কিংবা যারা নব্য তাদের আগ্রহ আরো বেড়ে যেতে পারে সামুতে ব্লগিং এ।
২/ সেকশন বিভক্তিকরণ
দেখা গেছে কবিতা, গল্প ও নানান ইস্যু মিলে এক হযবরল অবস্থা হয়ে গেছে । যদিও বেশিরভাগ ব্লগিং সাইট এমন ই কিন্তু সামু'র প্রতি ভালবাসা একটু বেশিই তাই আলাদা থাকুক এর বৈশিষ্ট্য। বিশয়ভিত্তিক ব্লগ আছে বটে কিন্তু তারপরো যদি ফ্রন্ট ব্যাপারটাকে আরেকটু অন্যরকম করা যেত তবে ভালই হত মনে হয়। । আমরা শুধু ভিউ চাই না প্যাশনেট রাইটার ব্লগারো চাই।
৩/ সামুতে চ্যাটিং এর সুবিধা(?)
হয়তোবা অন্যায় আবদার। কিন্তু যখন দেখি অনেক ভালো ভালো ব্লগার অনলাইন । খুবই মন চায় তাদের সাথে চ্যাটীং করতে , তাদের সম্পর্কে জানতে , তারা কি ভাবে , তা কিভাবে দুনিয়াটা দেখে। আমি বিশ্বস করি এই সামু এমন একটি ব্লগিং সাইট যেখান হয়তো চুপটি করে বসে আছে আগামীর বাঙ্গালী বুকার, ম্যাগসাস কিংবা নোবেল বিজয়ী। তাই তাদের মধ্যকার দেয়াল সরিয়ে সুযোগ করেদিন নিজেদের মনের কথা গুলো আদানপ্রদানে।
৪/ মোবাইল এপ
সামুর মোবাইল এপ নেই। যা আছে তা ব্রাউজিং এর মাধ্যমে এক্সেস। আর সামুতে প্রবেশের যে কয়টি এন্ড্রয়েড অ্যাপ সামুতে এক্সেস দেয় সেগুলো কোয়ালিটিফুল নয়। আমি চাই বাংলাদেশের নব্য জেনারেশন কিংবা ডীপ্রেসড মধ্যবয়স্ক লোকটি ঘর থেকে বেরহবার সময় ফেসবুকের পাশাপাশি একবার ঢুঁ মেরে দেখে নিক সামহোয়ারিনব্লগেও।
৫/ ভালো লেখকদের পথ দেখান
যাদের লেখায় কোয়ালিটি আছে তাদের বাতলে দিন উপায়। ভালো সিঙ্গারের জন্য রিয়েলিটি শো হয় তারপর সে এলবাম বের করার সুযোগ পায়। কয়টা কবি কিংবা গল্পকার কিংবা প্রাবন্ধিক সেই সুযোগ পায়?? টিভি রেডীও কিংবা ইউটীউবে না হোক সামুতেই হয়ে যাক না প্রতিযোগিতা। প্রতিযোগিতা হয় তবে তার মাত্রা আরো বাড়ালে ভালো হয়।
পরিশেষে বলতে চাই, আমি সামুর কাছে কৃতজ্ঞ। ভালাবাসা তোমার জন্য। বেঁচে থাকো সামু বেঁচে থাকো তোমার লেখক এবং পাঠকদের নিয়ে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৮