নোবেল বিজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়েকে আমরা চিনি তার উপন্যাস , ছোটগল্প কিংবা তার অনুগল্পগুলোর জন্য । কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে জন্ম দিয়ে গিয়েছিলেন সাহিত্যের একটি অনবদ্য ধরণের যার নাম ছয় শব্দের গল্প।
'মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না'- আর্নেস্ট হেমিংওয়ে
( আর্নেস্ট হেমিংওয়ের এই কয়েকটি শব্দ থেকেই পরবর্তিতে জন্ম হয় ছয় শব্দের সাহিত্যের ।)
হ্যাঁ, বাছাইকৃত ছয় শব্দের একটি অনুগল্প যার পেছনে লুকিয়ে থাকবে এক একটি কাহিনী, গল্প কিংবা ঘটনাবিশেষ। পৃথিবী জুড়ে খুব বেশি প্রচলিত নয় এমন একটি ধারা এই ছয় শব্দের গল্প। খুব বেশি মাত্রায় আমাদের বাংলা সাহিত্যেও এর আগমন ঘটেনি। বলাই চাঁদ মুখোপাধ্যায় চেষ্টা করলে হয়তো এই ধারাটি বেশ জনপ্রিয়তা লাভ করতে পারতো। সে যাই হোক যাদের লেখার অভ্যাস আছে কিংবা যারা পথিকৃৎ বাংলা সাহিত্য জগতের তাদের দৃষ্টি আকর্ষনের চেষ্টাতেই লিখছি এই কথাগুলো কিংবা সামু তে হতে পারে সাহিত্যের একটি প্রতিযোগিতা । ছ'টা শব্দ লিখতে খুব বেশি মনে না হলেও এ ধারাবিশেষ যে খুব সহজ তা কিন্তু নয়। ওয়াইয়ার্ড ম্যাগাজিনে ' ভেরি শর্ট স্টোরি ' হিসেবে নামকরণ করা হয়েছে এই ছয় শব্দের সাহিত্যের। ওয়াইয়ার্ড ম্যাগাজিনে প্রকাশিত কিছু ছয় শব্দের গল্প কিংবা ভেরি শর্ট স্টোরি নিচে উল্লেখ করছি। ধারাটি আপনার নিশ্চিন্তে বেশ নজর কেড়ে নেবে। আমি বিস্মিত হয়েছি যে সকল ছয় শব্দের গল্প পড়ে তার কয়েকটি ইংরেজি মাধ্যমেই নিচে তুলে ধরলাম।
*Tick tock tick tock tick tick.
– Neal Stephenson
*Easy. Just touch the match to
– Ursula K. Le Guin
*Bush told the truth. Hell froze.
– William Gibson
*Three to Iraq. One came back.
– Graeme Gibson
*With bloody hands, I say good-bye.
– Frank Miller
*It’s behind you! Hurry before it
– Rockne S. O’Bannon
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৬