ইন্টারনেটে হ্যাকারদের একটি গ্রুপ নিজেদের হ্যাকিং গ্রুপ ‘অ্যানোনিমাস’ এর অংশ হিসেবে দাবী করে ফেসবুককে অচল করে দেবার হুমকি ৷উইকিলিক্স’এর প্রকাশ্য সমর্থক এই হ্যাকারদন রাজনৈতিকভাবে প্রভাবিত বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে এই দল৷এবার এই হ্যাকার গোষ্ঠীর ঘোষণা, হত্যা করা হবে ফেসবুককে৷‘অ্যানোনিমাস’ শব্দটি ব্যবহার করা হয় নামহীন কোনকিছু বোঝাতে, কিংবা এমন কাউকে বোঝাতে যিনি নিজের পরিচয় সযত্নে লুকিয়ে রেখেছেন৷ ইন্টারনেট অ্যানোনিমাস ব্লগারের সংখ্যা অনেক৷এই দলের এক জন সদস্য তার টুইটার একাউন্ট এ ঘোষনা দেন, ‘ফেসবুক তার ব্যবহারকারীদের গোপন তথ্য সরকার এবং নিরাপত্তা সংস্থার কাছে বিক্রি করছে৷ এমনকি ব্যবহারকারীর গোপন তথ্য কখনোই মুছে ফেলছে না৷ বরং সেগুলো থেকে যাচ্ছে ফেসবুকের কাছে৷ তাই, যেকোন সময় ফেসবুক থেকে যেকারো তথ্য পুনরুদ্ধার সম্ভব৷’ ফেসবুকের এই কর্মকাণ্ডকে ‘অনৈতিক’ হিসেবে আখ্যা দিয়েছে ‘অ্যানোনিমাস’৷
‘অ্যানোনিমাস’ নামের ঐ হ্যাকার গোষ্ঠীটি আলোচনায় আসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওয়েবসাইটগুলোকে অকেজো করে দিয়ে।বর্তমানে পৃথিবীর শক্তিশালী দু’তিনটি হ্যাকার দলের মধ্যে গণ্য করা হয় এদের৷গত ১৬ জুলাই এক ইউটিউব বার্তায় তাদের ঘোষণা, এবার হত্যা করা হবে ফেসবুককে৷
এই বার্তাটি ইন্টারনেটে প্রকাশের আগে ডিজিটাল পদ্ধতিতে বেশ খানিকটা বিকৃত করা হয়েছে৷ ফলে এটি পুরুষ না মহিলা কণ্ঠ তা বোঝা দুঃসাধ্য৷
ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গ গত বছরই জানিয়েছিলেন, ‘‘আমরা ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোন তথ্যই তৃতীয় কোন পক্ষের কাছে হস্তান্তর করিনা৷”
‘অ্যানোনিমাস’ ফেসবুকে হামলার তারিখ ঘোষণা করেছে আগামী ৫ নভেম্বর৷ এই দিন অচল করে দেওয়া হবে ফেসবুক৷ এই অচল প্রক্রিয়াটিও খানিকটা ভিন্ন৷ একইসঙ্গে বেশ কয়েকজন হ্যাকার একটি নির্দিষ্ট স্ক্রিপ্ট ব্যবহার করে একটি ওয়েবসাইটে বারবার প্রবেশের চেষ্টা করে৷ এতে করে সাইটটির ওয়েব ট্রাফিক মাত্রাতিরিক্ত বেড়ে যায়, এবং একপর্যায়ে সেটি স্লো হয়ে যায় কিংবা পুরোপুরি বন্ধ হয়ে যায়৷
তবে এই ফেসবুক হত্যার পরিকল্পনার এই খবর চারিদিকে ছড়িয়ে পরার পর ‘অ্যানোনিমাস’ এর ওই টুইটারে একাউন্টের একটি বার্তা বলা হয়,’তবে এই পরিকল্পনায় সব ‘অ্যানোনিমাস’ সদস্য যে একমত তা নয়।
কাকতালীয় ভাবে ৫ নভেম্বর লন্ডনে ‘গাই ফুকার্স’ ডে।হলিউড ছবি ‘ডি ফর ভেন্দেত্তা’ তে হিরো এই নামের একটি হ্যাট ব্যবহার করেন।ছবিটি ব্রিটেনে ব্যাপক জনপ্রিয়তা পায়।পরবর্তীতে ‘অ্যানোনিমাস’ এই হ্যাটকে তাদের গ্রুপের প্রতীক হিসেবে ব্যবহার শুরু করে
http://www.hello-today.com