ট্রাভেলগ বেইজিং-১ ফরবিডেন সিটি, তিয়েনআনমেন স্কোয়ার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
টিকেট করে ফরবিডেন সিটির ভেতরে গেলাম। ঢুকতে প্রথমেই এক জায়গাতে ফরবিডেন সিটির রেকর্ডেড প্রোগ্রাম পাওয়া যায়, এই যন্ত্র দিয়ে জায়গাগুলোর ইতিহাস ও তথ্য জানা যায়, এছাড়া গাইড ও আছে, ঘণ্টায় ১৫০ বা ২০০ আর এম বি তাকে দিতে হবে। আমরা নিজেরাই ভেতরে চলে আসলাম। বিশাল এই নগরে রাজা বাদশাহ থাকতেন, সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল এই এলাকায়। এখন এই নগর সবার জন্য উম্মুক্ত।
ফরবিডেন সিটি
আমরা আস্তে আস্তে ভেতরে এগিয়ে চলেছি। এখানে সারাদিন কাটানো যায়। তারপর ও এই নগর পুরো দেখে শেষ করা সম্ভব হবে না। সম্রাটদের সবকিছুই বিশাল এলাকা নিয়ে। ধাপে ধাপে প্রাসাদ গুলো বানানো। এক স্তরের পর বেশ ফাঁকা জায়গা তারপর আবার প্রাসাদ। এখনে রাজ দরবার, রাজ অন্তপুর এবং আরও অনেক দরবার কক্ষ আছে। এক দিকে হাঁটতে শুরু করে আমরা চলছি তো চলছি। প্রাসাদ গুলো প্রথমে প্রায় একরকম লাগে । তবে একটু ভাল করে দেখলে এগুলোর মধ্যে পার্থক্য বোঝা যায়।
দুপুর দুইটা পর্যন্ত ঘুরে ঘুরে দেখে সবাই ক্লান্ত হয়ে গেলাম। মাঝে একটা প্রাসাদের খোলা বারান্দায় আইসক্রিম বিক্রি হচ্ছে দেখে সেখান থেকে আইসক্রিম কিনলাম। এখানে দুই দিকে দুটো সুভেনির সপ আছে। ফরবিডেন সিটি, তিয়েনআনমেন স্কোয়ার ও চীনের প্রাচীরের অনেক সুন্দর সুন্দর সুভেনির এখানে পাওয়া যায়। আবার হাঁটা শুরু করলাম। এক পাশে বসার জন্য বেঞ্চ পাতা দেখে বসে পড়লাম। আমাদের মত অনেকে এখানে বসে বিশ্রাম নিচ্ছে। এই এলাকাতে প্রথম শ্রেণীর আন্তর্জাতিক মানের টয়লেট সুবিধা আছে। বেশ সুন্দর এ পরিস্কার এলাকা। ফ্রেস হয়ে নিলাম। তারপর একটু দূরে বেশ বড় একটা সুভেনির সপ দেখালাম, এখান থেকে কিছু সুভেনির নিলাম, দাম একটু বেশী হলে ও কোয়ালিটি ভাল। এই এলাকায় দুই প্রাসাদের মাঝে বসার জন্য অনেক বেঞ্চ পাতা। একটু ছায়া দেখে বসে পড়লাম।
আর এই প্রাসাদ দেখার শখ নেই কারুর, তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা তিয়েনআনমেন স্কোয়ারের দিকে রওয়ানা হলাম। ফরবিডেন সিটি থেকে বের হলেই অনেক দোকানপাট এখানেও অনেক সুভেনির পাওয়া যায়। এই জায়গাতে চীনা মিষ্টির দোকান দেখলাম। নানা ধরনের শুকনা ফল দিয়ে এখানে মিষ্টি বানায়। কয়েকটা টেস্ট করলাম। আমার কাছে ভাল লাগল। কিছু মিষ্টি কিনলাম এখান থেকে। বিকেল বেলা তিয়েনআনমেন স্কোয়ারে বেড়াতে এলাম। বিশাল এই ঐতিহাসিক চত্তর দেখে মনটা ভরে গেল। এই এলাকা সুন্দর ভাবে সাজানো, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিস বেশ তৎপর। চেয়ারম্যান মাও সে তুং এর মমি এখানে আছে তবে তা দেখা হয়নি। চীনের বিশাল লাল পতাকা বাতাসে পত পত করে উড়ছে এখানে। রাস্তার অন্য পাড়ে মূল স্কোয়ার। এই স্কোয়ার নানা রঙের ফুলের বাগান ও সুন্দর সুন্দর ভাস্কর্য দিয়ে সাজানো।
তিয়েনআনমেন স্কোয়ার
রাস্তা পার হয়ে আমরা সেখানে গেলাম। অনেক হাঁটতে হল, দশ বার লেনের রাস্তা পার হতে হয়, সেখানে ট্রাফিক পুলিস সিগনাল দিয়ে দর্শকদের পারাপারে সাহায্য করছে। ছবি তোলার অনেক স্পট আছে এই স্কোয়ারে, আমরা ঘুরে ঘুরে ছবি তুললাম। এই চত্তরেই এক সময় অনেক বিক্ষোভকারীকে ট্যাংক চাপা দিয়ে হত্যা করা হয়ছিল। এখন সেই ঘটনা ইতিহাস হয়ে গেছে। এখানে ফেরী করে চীনের পোস্টকার্ড বিক্রি করছে কয়েকজন হকার। সারা চীন দেশের অনেক সুন্দর ছবি প্রিন্ট করে পর্যটকদের কাছে বিক্রি করছে এরা। অনেকে কিনছে। বিদেশী কমই দেখলাম। চীনের মানুষেই গমগম করছে এলাকাটা।
শেষ বিকেলে ফেরার পথে এই চত্বরের কাছেআমরা দুই নাম্বার লাইনের কুইয়ানমেন মেট্রো স্টেশনথেকে জিয়াংগোমেন মেট্রো স্টেশনে এসে আমাদের এপার্টমেন্টে ফিরে এলাম। এই স্টেশনঅন্য লাইনের হলেও এই লাইন থেকে প্রায় সব লাইনে যাওয়া যায়। আমাদের এলাকার কাছেই ইয়ংআনলি মেট্রো স্টেশন, এখনেই সিল্ক সিটি নামের বেশ বড় মার্কেট, এই মার্কেটে দরাদরি করে জিনিষপত্র কিনতে হয়। আমরা এই মার্কেটে চলে এলাম। বিশাল মার্কেট সব জিনিসই এখানে পাওয়া যায়, দেখে এবং চিনে জিনিষ কিনতে হয়, তা না হলে দামে এবং কোয়ালিটিতেও ঠগার সম্ভাবনা আছে।
রাতে কিছু কেনাকাটা করে এখানে ডিনার করে নিলাম। পাঁচ কিংবা ছয় তালায় ফুড কোর্ট, এখানে দেশী খাবার পাওয়া যায়, তাই সেখানে খাবারের অর্ডার দিলাম। রাতের বেলা মজা করে ভুরিভোজন শেষে হেঁটে হেঁটে আমাদের আবাসে ফিরে এলাম। পরের দিন গ্রেট ওয়াল দেখার জন্য রেডি হলাম। একটা প্যাকেজ ট্যুরের সাথে আমরা সেখানে যাব ঠিক করলাম।
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন