somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শের শায়রী
অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

ইসরাইলিয়দের ইতিহাস যেভাবে তাদের উৎপত্তি (প্রথম পর্ব)

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Jacob wrestling with the angel - Wikipedia

ইসরাইলে (হিব্রু ভাষায় যার অর্থ ঈশ্বরের কাছে যিনি রাজপুত্র)। নামটি দেয়া হয়েছিল জ্যাকবকে যখন তিনি পেনিয়েলে এক দেবদুতের সাথে হাতাহাতি লড়াইয়ে অবতীর্ন হন (বাইবেলের জেনেসিস অধ্যায়ে বর্নিত) সেখান থেকেই তার বংশধরদের নাম হয় ইসরাইলেয়।

মিশর উত্তর আফ্রিকার এক বিখ্যাত দেশ, হিব্রুরা একে বলত “মিজরাইন”, আরবরা বলত “মিজর” রোমানরা বলত ঈজিপ্টাস। এখান থেকেই নাম আসে ঈজিপ্ট। রামেসিসের পর মিশরের সিংহাসনে বসেন মেনেপ্টা। ঐতিহাসিকরা এ ব্যাপারে একমত এই মেনেপ্টার সময়ই ইজরাইলীদের দেশ ত্যাগের ঘটনা ঘটে। বর্তমান বিশ্বের আলোচিত এবং ইতিহাস সমৃদ্ধ এই জাতির জন্ম হয়েছিল উর নগর থেকে। যা ছিল আব্রাহামের জন্মস্থান।

আব্রাহাম ছিলেন শেম এর বংশধর এবং তেরাহ এর পুত্র। ১৯৯৬ খ্রীষ্ট্র পূর্বাব্দে তার জন্ম। ১৯২২ খ্রীষ্টপুর্বে তিনি রওনা দেন মেসোপটমিয়ার হারানের উদ্দেশ্যে। এটি হচ্ছে ইউফেট্রিসের উত্তর পূর্বাব্দে একটি জায়গা। তার সাথে ছিলেন তার পিতা, স্ত্রী সারাই, ভাই নাহর এবং ভ্রাতুষ্পুত্র লত যে ঘটনার কথা বাইবেলে উল্লেখ্যে আছে। স্ত্রী এবং ভ্রাতুষ্পুত্রকে নিয়ে নিয়ে তিনি প্রতিশ্রুত কেনানে প্রবেশ করেন। ভাইর ছেলে লতকে সডোম উপত্যাকার উর্বরভুমিতে বসবাসের অনুমতি দিয়ে তিনি নিজে “মামর” এ আসেন। যা বর্তমানে হেবরন নামে পরিচিত। এখানেই তার বংশ ধারা পঞ্চম প্রজন্ম পর্যন্ত বিস্তৃত হয়। ধর্মিক স্বভাবের জন্য আব্রাহামকে সবাই ঈশ্বরের বন্ধু হিসাবে ডাকত।


Birth of Abraham

আব্রাহামের স্ত্রী সারাই ছিল বন্ধ্যা যার কারনে সন্তান জন্মদানের জন্য সারাই আব্রাহামের কাছে তার মিশরীয় দাসী হাজার কে পাঠান। ১৯১০ খ্রীষ্টপূর্বে তার গর্ভে জন্ম হয় ইশমায়েলের। এই খানে ঈশ্বর আব্রাহামকে খাতনা করার নির্দেশ দেন (ইহুদীদের মাঝে খাতনা করার প্রচলন এখনো আছে)। একই সাথে ঈশ্বর বন্ধ্যা সারাইয়ের গর্ভে সন্তান দেবার ঘোষনা দেন যার নাম ইসাক। ঐশ্বরিক প্রতিশ্রুতি মোতাবেক সারাহের গর্ভে ১৮৯৬ খ্রীষ্টপূর্বে জন্ম নেয় ইসাক। আব্রাহামের বয়স তখন একশ পাচ বছর এবং সারাইয়ের পচানব্বই। সারাইয়ের মৃত্যুর পাচ বছর পর আব্রাহাম কেতুরাহ নামক এক নারীকে বিয়ে করেন। যার গর্ভে ছয়টি সন্তান হয়। একশ পচাত্তর বছর বয়সে ১৮২২ খ্রীষ্টপূর্বে আব্রাহাম মৃত্যুবরন করলে ইশমায়েল এবং ইশাক তাকে এফরনের মঠে মাকপেলাহ নামক গুহায় সমাহিত করেন।

চল্লিশ বছর বয়সে ইসাক রেবেকা নামক এক আত্মীয়াকে বিয়ে করেন যার গর্ভে যমজ সন্তান জন্ম লাভ করে এবং নাম হয় এসাউ এবং জ্যাকব। পরবর্তীতে জ্যাকবই ইসরাইল নামে পরিচিত হন। জ্যাকবের বারো ছেলের মাঝে একজন ছিলেন জোসেফ যার জন্ম ১৭৪৫ খ্রীষ্টপূর্বে। তিনি ছিলেন তার পিতা জ্যাকবের অত্যান্ত প্রিয় পাত্র। পিতার প্রিয়পাত্র হবার কারনে তার ভাইয়েরা তাকে হিংসা করত এবং তাকে কৌশলে মিদিয়ানীর একদল দাস ব্যাবসায়ীর কাছে দাস হিসাবে বিক্রি করে দেয়।

ব্যাবসায়ীরা তাকে মিশর নিয়ে যায় এখানে তাকে পেদিফার নামক একজন সেনা কর্মকর্তার কাছে বিক্রি করে দেয়। জোসেফ ছিলেন রূপে গুনে অনন্য এবং ঈশ্বরনিষ্ঠ। এখানে নিজ গুনে জোসেফ পেদিফারের প্রিয়পাত্র হয়ে ওঠেন, এমতাবস্থায় পেদিফারের স্ত্রী তাকে অনৈতিক প্রস্তাব দিলে তিনি রাজি না হওয়ায় পেদিফারের স্ত্রীর চক্রান্তে জেলে যেতে হয়। এখানে তিনি একে একে সাত বছর জেল খাটেন।


Genesis 40 Bible Pictures: Joseph in prison

এখানে তিনি দুই সহ বন্দীর স্বপ্নের মানে বলে দেন যারা ছিল রাজার রুটিপ্রস্ততকারী এবং প্রধান খবার সরবরাহকারী। স্বপ্নের ব্যাখ্যা যখন মিলে যায় তখন ফারাওয়ের খাবার সরবরাহকারী মুক্ত হয় স্বপ্নর ব্যাখ্যা অনুযায়ী আর রুটি প্রস্ততকারীর ফাসি হয়। তাকে ফারাওয়ের একটা স্বপ্নের মানে বলার জন্য ফারাওয়ের খাবার সরবরাহকারী ফারাওয়ের সামনে হাজির করলে জোসেফ ঠিক ঠিক স্বপ্নের মানে বলে দেন। ফারাওয়ের দুটি স্বপ্নের মানে ছিল প্রথম সাত বছর প্রচুর ফলন হবে মিশরে এবং পরের সাত বছর মারাত্মক দুর্ভিক্ষ হবে।

রাজা জোসেফের ব্যাখ্যায় সন্তষ্ট হয়ে তাকে প্রদেশের শাষনকর্তা নিযুক্ত করে এবং তার বুদ্ধি অনুযায়ী কাজ করে যার ফলে মিশর বেচে যায় মারাত্মক দুর্ভিক্ষের হাত থেকে। এই দুর্ভিক্ষ থেকে বাচার নিমিত্তে জ্যাকব তার ছেলেদের মিশর পাঠান মিশরীয় শস্য ভান্ডার থেকে খাবার সংগ্রহ করতে। এখানে এসে জোসেফের ভাইরা জোসেফের মুখোমুখি হন এবং জোসেফ তাদের ক্ষমা করে দেন। জোসেফের নির্দেশে তার পরিবারের সত্তর জন সদস্য কে মিশরের গোসেনে পূর্নবাসিত করা হয়। এটি ছিল ১৭০৬ খ্রীষ্টপূর্বের ঘটনা ( তবে কোন কোন ঐতিহাসিকের মতে এটি ১৫৫০ খ্রীষ্টপূর্বের ঘটনা)। এই গোসেনে পরবর্তী ২৫০ বছর জোসেফের বংশধররা বসবাস করেন। ওন বা হোলিওপোলিসের প্রধান পুরোহিতের কন্যাকে জোসেফ বিয়ে করলে তার গর্ভে জোসেফের দুই পুত্র সন্তান হয় যাদের নাম মানাসেহ এবং এফ্রাইম। যারা নিজ নিজ নামে গোত্র প্রতিষ্ঠিত করে এবং ভবিষ্যত ইজরাইলের সব থেকে শক্তিশালী গোত্রে পরিনত হয়। ১৬৩৫ খ্রীষ্টপূর্বে একশত দশ বছর বয়সে জোসেফ মারা গেলে তার দেহ প্যালেষ্টাইনের শেকেমে সমাহিত করা হয়। এখনো সেখানে তার সমাধি দেখা যায়।


Traditional and probable grave of Joseph, the Jewish patriarch, Shechem, Palestine (Josh. xxiv:32)


Shechem (Nablus): Joseph's Tomb - Israel

শুরুতে মিশরীয় শাষকরা ইজরাইলী গোত্রগুলোকে শ্রদ্ধার সাথে দেখত কিন্তু সময়ের সাথে সাথে তা পালটে বিরূপ থেকে বিরূপতর হতে থাকে। অত্যাচারের খড়্গ নেমে আসে ইজরাইলীদের ওপর। বিভিন্ন ধরনের কঠোর কায়িক শ্রমের কাজ তাদের দিয়ে করানো হয়। এক পর্যায়ে ইজরাইলীদের ধর্মীয় রীতিতে বাধা দিয়ে তাদের কে মিশরীয় সূর্য্য দেবতা "রা" এর উপাসনায় বাধ্য করা হলে বিদ্রোহ দেখা দিতে শুরু করে। ১৫৭৩ খ্রীষ্টপূর্বে হিব্রুদের সকল পুরুষ শিশুদের ডুবিয়ে মারার আদেশ দেন ফারাও। এর দুই বছর পর আমরামের স্ত্রী জোশেবেদ এক পুত্র সন্তান প্রসব করে।

কিন্তু নিজের কাছে ছেলে সন্তান রাখা মানে সন্তানের জীবনের ওপর হুমকি হওয়ায় জোসেবেদ নিজ সন্তান কে প্যাপিরাসের ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেন এবং নিজ বোন মিরিয়ামকে আদেশ দেন সে যেন গোপনে ওই ঝুড়ি অনুসরন করে এবং কোথায় যায় বা কে তাকে পেল যেন জানায়। ফারাওয়ের এক মেয়ে ওই সময় নীল নদে গোসল করতে গেলে ঝুড়িতে শিশু সন্তানটিকে দেখে শিশুটির রূপে মুগ্ধ হয়ে তাকে নিজ সন্তান হিসাবে মানুষ করার নিমিত্তে ফারাওয়ের প্রাসাদে নিয়ে যাবার মনস্থ করেন। এমতাবস্থায় মিরিয়াম নিজের গোপন অবস্থান থেকে প্রকাশিত হয়ে ফারাওয়ের মেয়েকে বাচ্চাটির দুধ পান করানোর জন্য একজন ধাত্রী নিয়োগের পরামর্শ দেন। মিরিয়ামের পরামর্শ অনুযায়ী ফারাওয়ের মেয়ে শিশুটির আসল মা জোসেবেদকেই বাচ্চাটির দুধ মা হিসাবে নিয়োগ দেন এবং বাচ্চাটির নাম দেন “মোজেস”।


Moses found by Pharoah's daughter. | Bible Persons | Biblical art, Baby moses, Bible pictures

ফারাওয়ের আদেশে মিশরীয় পুরোহিতরা মোজেস কে বিভিন্ন প্রকাশ্য এবং গুপ্ত জ্ঞানে শিক্ষিত করে তুলেন। এক পর্যায়ে মোজেস যখন বড় হয় এক ইহুদীর ওপর অত্যাচার চালানোর জন্য একজন মিশরীয়কে হত্যা করে এবং মিদিয়ানদের এলাকায় পালিয়ে যান এখানে জেথরো নামক এক মেষ পালকের আশ্রয়ে থাকেন এবং তার মেয়েকে বিয়ে করেন। ( এই ব্যাপারে ক্রিশ্চীয়ান জাঁক “রামেসিস” নামক পাচ খন্ডের বিশাল এক উপন্যাস লেখেন। সৌভাগ্য বশতঃ পুরা পাচ খন্ডই আমার কালেশানে আছে, এতে ইতিহাসের সাথে গল্প মিশিয়ে এক মহাকাব্যিক উপন্যাসের বিস্তৃতি ঘটছে সে সময়ের।)

সিনাই পর্বতের দুর্গম অঞ্চলে মোজেস যখন শ্বশুড়ের মেষ পালন চড়াচ্ছিলেন তখন ঈশ্বরের নির্দেশ আসে নিজ জাতিকে অত্যাচারের নাগপাশ থেকে মুক্ত করে প্রতিশ্রুত ভুখন্ডে নিয়ে যাবার। বিভিন্ন ঘটনার মধ্যে মোজেস ইহুদীদের নেতা নির্বাচিত হন, এবং এক পর্যায়ে ফারাওকে কিছু অলৌকিক ঘটনা দেখানে যাতে ফারাও তাদের দেশ ত্যাগের অনুমতি দেয়। মোজেস হিব্রু জনগোষ্ঠী নিয়ে মিশর ত্যাগ করে কিন্তু এক পর্যায়ে ফারাও মত পালটে ইজরাইলীদের ধ্বংস করার নিমিত্তে তাদের পেছনে তার সৈন্য বাহিনী লেলিয়ে দেয় এবং ওয়াদি তুমিলাত নামক উপত্যাক্যার মধ্য দিয়ে যায় যেটি সুয়েজ প্রনালী পর্যন্ত চলে গেছে তার কয়েক মাইল দক্ষিনে এসে থামে এখানে ফারাও বাহিনী ইজরাইলীদের আক্রমন করতে উদ্যত হয়। প্রনালীর এই অংশটি ছিল অগভীর এবং ভাটার সময় এখানে পানি খুব কম থাকত।

“মোজেস তার দুই হাত সাগরের উদ্দেশ্যে প্রসারিত করলেন এবং ঈশ্বর একটি শক্তিশালী পূবালি বাতাস বইয়ে দিলেন সারা রাত, যার ফলে সাগর শুকিয়ে গেল এবং পানি দুই ভাগ হয়ে গেল” এমন বর্ননাই পাওয়া যায় বাইবেলে। এর ফলে ছয় লক্ষ তিন হাজার ইজরাইলী সৈন্য এবং সর্বমোট প্রায় বিশ লক্ষ নারী পুরুষ নিরাপদে অপর পাড়ে পার হয়ে যায় এবং তাদের পেছনে ধাওয়ারত মিশরীয় ফারাওয়ের সৈন্যরা সাগরের পানিতে ডুবে যায় কারন যেই মুহুর্তে শেষ ইজরাইলী সাগর পাড়ি দিল সাগরের দুই পাশের পানি এসে আবার এক হয়ে গেল। সলীল সমাধি ঘটল অসংখ্য ফারাও সৈন্যর।


Old Testament 2, Lesson 9: Crossing the Red Sea

এর পর মোজেস তার অনুসারীদের নিয়ে সিনাইয়ের উদ্দেশ্যে গমন করেন পথে বিভিন্ন বুনো সম্প্রদায়ের হামলার শিকার হলেও তাদের পরাস্ত করেই এগিয়ে যান। সিনাই পর্বতে অবস্থিত সিনাই উপদ্বীপ, যেটি লোহিত সাগর বা সুয়েজ প্রনালী এবং আকারার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানেই জিহোভার ঘর স্থাপন করেন। ইহুদীদের প্রথম প্রার্থনা ঘর সিনাগগ এবং ঈশ্বরের বানী সম্বলিত সিন্দুক “আর্ক অভ কভেন্যান্ট” ও এখানেই তৈরী হয়। ১৪৯০ খ্রীষ্টাব্দে এই কাজ শেষ করেন আহোলিয়াব এবং বেজোলিল মোজেসের তত্ত্বাবধানে। গোত্রকে বিভক্ত করা হয় পিতার নাম অনুসারে যাদের মধ্যে ছিল আব্রাহামের বংশধর এবং জোসেফের বারো পুত্র। এই বারো পুত্রের নাম ছিল রিউবেন, সিমিওন, লেভি, জুডাহ, জেবলুন, ইসাচার, দান, গাদ, আশার, নাফতালি, জোসেফ এবং বেঞ্জামিন।


The Levitical Priesthood

লেভিওদের দায়িত্ব দেয়া হয় জাতীয় উপাসানাগারের পুরোহিত এবং রক্ষনাবেক্ষনের। লেভিয় গোত্রকে কোন নির্দিষ্ট জমি প্রদান না করে তাদের কেনানে ছড়িয়ে থাকা আটচল্লিশটি শহরের অধিকার দেয়া হয়। সেই সাথে পুরা এলাকায় যত ফল উৎপাদিত হত তার দশ ভাগের এক ভাগ দেয় তাদের নামে বরাদ্ধ করে। মোজেসের ভাই এ্যারন কে অলৌকিক ঘটনার মাধ্যমে প্রধান পুরোহিত নিয়োগ দেয়া হয়।

মোজেস নির্দেশ দেন সিনাগগের মধ্যে বারোটি লাঠি বারোটি গোত্র স্থাপন করা হয় এবং যে লাঠিটিতে ফুল ফুটবে সেই লাঠিকে তিনি বেছে নেবেন। বারোটি গোত্র বারোটি লাঠি স্থাপন করে এবং লেভিয়দের নামে নির্বাচিত লাঠি যা এ্যারনের লাঠি নামে পরিচিত এই মোট তেরটি লাঠি স্থাপন করে। মোজেস বলেন, যার লাঠিতে ফুল ফুটবে তার লাঠিকে আমি নির্বাচিত করব। পরের দিন সব লাঠি সামনে আনলে দেখা গেল এ্যারনের লাঠিতে ফুল ফুটছে। ফিলো জুডাস বলেন, মিশরীয় পুরোহিতদের কাছ থেকে প্রতীক বিদ্যা এবং হায়ারোগ্লিফিকস সম্পর্কে জ্ঞান লাভ করছিলেন মোজেস এবং সেই সাথে জেনেছিলেন পবিত্র প্রানীদের রহস্য। মানেথো এবং অন্যান্য লেখকরা লিখছেন মোজেস কে পুরোহিত হিসাবে হোলিওপোলিসে শিক্ষা দেয়া হয়ে এবং তার মিশরের নাম হয় ওসারফিস। সাহিত্য এবং বিজ্ঞানের সকল বিষয় জ্ঞান লাভ করেন তিনি যা তার পৌরহিত্যকে দেয় পূর্ন মাত্রা। যার ফলে এটি খুব স্বাভাবিক তিনি যখন নুতন ধর্ম প্রচার করেন তার নীল নদের তীরে পাওয়া বিভিন্ন প্রতীক বিষয়ক শিক্ষা এবং জ্ঞান কে ভালো ভাবেই কাজ লাগান।


Aaron, brother of Moses and the first High Priest of Israel ..

এখানে একটা ব্যাপারে ক্লিয়ার রাখতে চাই আমার এই লেখা হিব্রু বাইবেল এবং নিউ টেষ্টামেন্টের বিভিন্ন অংশ থেকে নেয়া, যেহেতু ইসলাম, খ্রীষ্টান এবং ইহুদী ধর্মের অনেক নবীই একই নবী হয়ত ভাষার কারনে তাদের নাম ভিন্ন হতে পারে কিন্তু মানুষ হিসাবে এক। আমি এখানে তিন ধর্মের তুলনা না কিছু ইন্টারেষ্টিং তথ্য এক করেছি মাত্র শুধু মাত্র জানা এবং জ্ঞানের জন্য।

পরবর্তী পর্বের জন্য লেখা চলছে।

সুত্রঃ History of ancient Israel and Judah

ancient israel

Israel

The origin of freemasonry and Knights templar
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪
২৩টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কাঁঠালের আমসত্ত্ব

লিখেছেন বিষাদ সময়, ০১ লা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭

কাঁঠালের কি আমসত্ত্ব হয় ? হয় ভাই এ দেশে সবই হয়। কুটিল বুদ্ধি , বাগ্মিতা আর কিছু জারি জুরি জানলে আপনি সহজেই কাঁঠালের আমসত্ত্ব বানাতে পারবেন।
কাঁঠালের আমসত্ত্ব বানানের জন্য... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। অ্যাকসিডেন্ট আরও বাড়বে

লিখেছেন শাহ আজিজ, ০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯



এরকম সুন্দরী বালিকাকে ট্র্যাফিক দায়িত্বে দিলে চালকদের মাথা ঘুরে আরেক গাড়ির সাথে লাগিয়ে দিয়ে পুরো রাস্তাই বন্দ হয়ে যাবে ।
...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!

লিখেছেন শাহ আজিজ, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:০৩




সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন

কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?

লিখেছেন শিশির খান ১৪, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৬


জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন

দ্বীনদার জীবন সঙ্গিনী

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩

ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)

সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন

×