পৃথিবীতে যত বড় বড় oil company আছে তাদের ভিন্ন ভিন্ন স্লোগান থাকলেও কিন্ত সবার একটা কমন স্লোগান আছে। আর সেটা হল “Safety First”. আমাদের মত তৃতীয় বিশ্বের দেশে Safety কথাটাই অবহেলিত ও আপ্রাসাংগিক। যে দেশে Garments Factory তে সপ্তাহে সপ্তাহে আগুন ধরে শত শত মানুষ মারা যায়, যে দেশে নিমী’য়মান ভবন ধ্বসে আসংখ্য মানুষ নিহত হয়, যে দেশে Road accident এ প্রতি বৎসর কত হাজার হাজার মানুষ হতাহত হয় তার সঠিক পরিসংখ্যান হয়তো সরকারের ও জানা নেই। কিন্ত আজ ১৪/১৫ বৎসর কাজ করার পর বুজতে পারি আপাত বাড়াবাড়ি এই safety programme কত মানুষ এর জীবন বাচিয়েছে, কত মানুষ্ কে পঙ্গুত্বের হাত থেকে রহ্মা করেছে। আমি আমার চাকরিতে join করার পরই আমার company আমাকে বাংলাদেশ Marine Accademy-তে পাঠায় Personal Survival Technique (PST) কোস’ করার জন্য। Bangladesh Marine Accademy র ৫ দিনের কোস’ আমি সাফল্যর সাথে সম্পন্ন করি। এই কোস’ করার কারন হল আমার offshore এ কাজ করার প্রথম ছারপত্র। সে সময় Cairns energy বাংলাদেশ offshore এ drilling করছিলো। সময়টা ২০০০ সাল। যদিও পরে আমার Cairns energy র হয়ে কাজ করা হয়ে ওঠেনি। এর পরই আমার Company র পহ্ম থেকে আমি Malaysia Offshore এ South china Sea তে কাজ করার জন্য নিবা’চিত হই।
Drilling Rig এ কাজ করার জন্য বেশ কিছু Training নিতে হয়, যা একই সাথে প্রচন্ড পরিশ্রমের এবং interesting.
প্রথমেই ধরা যাক Helicopter underwater escape training এর কথা, যেহেতু আমরা offshore drill rig এ কাজ করি এবং offshore ও shore এর মধ্যে একমাত্র যাতায়াত মাধ্যম Helicopter,
প্রতিবার trip এ আমাদের দীঘ’ সময় সাগরের ওপর দিয়ে Helicopter এ ভ্রমন করতে হয়। আমি এমন drilling Rig এ কাজ করছি যেখানে helibase থেকে rig এ যেতে ২ ঘন্টার বেশী fly করতে হয়েছে। এখানেই এসে যায় safety প্রসংগ, যদি helicopter accident করে সাগরে ডুবে যায় তবে কি ভাবে Helicopter থেকে বের হব এটাই এই training এর মূল ঊদ্দেশ্য।
ওই training centre এ Helicopter এর ডামি আছে। আমরা trainee রা যেযার lifejacket পরে Helicopter এ আসন গ্রহন করে sit belt বেধে বসলাম
এবং helicopter এর ডামি একটা machine এর মাধ্যমে উরিয়ে একটা বড় swimming pool এর মধ্যে ফেলে দেয়া হল। copter ডুবতে শুরু করল।
সবাই জানি এটা training এবং আমাদের চারপাশে instructor রা অ্যাকুয়ালাং পরে পানির নীচে আমাদের লহ্ম্য করছে, তারপরও সবার চোখমুখ এ নগ্ন আতংক প্রকাশ পেল। ডুবে যাচ্ছে helicopter, তারপর হঠাৎ করে পুরো model টা up side down হয়ে গেল। এবং পুরোটাই হল পানির নীচে ডুবন্ত অবস্থায়, chief instructor এর ঈঙ্গিত পেলাম পানির নীচে সবাই বের হও। ওই up side down অবস্থায় ই পানির নীচে প্রথমে sit belt খুললাম তারপর কাচের জানালা ভেঙ্গে life jacket এর মধ্যে যে অ্যাকুয়ালাং আছে সেটা মুখে দিয়ে বের হয়ে আসলাম।
প্রসংগত Sikorosky-76, Sikorosky-62 বা Super puma model এর Helicopter গুলোর জানালা একটা নিদি’স্ট কৌশলে ভেঙ্গে ফেলা যায়। সমস্ত Training টা complete করতে মাত্র ৩০ সে। সময় লাগছিল। পানির ওপর ওঠার পর যে যার life jacket float করে একটা নিদি’স্ট কৌশলে ভাসতে লাগলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৪