শাহজাহান তাজমহল বানিয়েছিলেন স্ত্রীর প্রেমে মুগ্ধ হয়ে (যদিও ব্যক্তিগত ভাবে তাজমহলকে ভালবাসার প্রতীক বলার পক্ষে নই)। কিন্তু স্ত্রীরা কি বানাতে পারে তার নমুনা ইহা।
তাজমহল আর এই বাজারের তালিকায় ভালবাসার ওজনে বাজারের তালিকা অনেক বেশি ভারী।
বাজারের লিস্ট ১৯.০৫.১৬
..............................................
১. চাল ৫কেজি (মিনিকেট আনবা)
২.মসুর ডাল ১কেজি ( মোটা ডাল হলে সব তুমি একলা খাইবা)
৩.রসুন ১ কেজি (দেশি ভাল রসুন আনবা)
৪.পেয়াঁজ ১কেজি ( ইন্ডিয়ান আনলে ফেরত দেওয়ামু)
৫.গরুর মাংস ২কেজি (মহিষের মাংস আনলে খবর আছে. চোখ দিয়া ভাল কইরা দেইখা হাড্ডি ছাড়া আনবা)
৬.পোলাউ চাল ১কেজি (প্যাকেটের আনবা না)
৭.ডিম ১হালি (হাতে নিয়া ঝাকি দিয়া দেখবা)
৮.আদা ২৫০ গ্রাম ( ভাল করে দেইখা আনবা পঁচা যেন না হয়)
৯.কাচামরিচ,ধনেপাতা (লাল বা পঁচা আনবা না)
১০. হলুদের গুড়া (রাধুনী হইলে ভাল)
১১.বেগুন ১কেজি (গোল বেগুন না হইলে সব তুলি খাইবা)
১২.দেশী মুরগী ২টা (পাকিস্তানী হইলে খবর আছে)
১৩.লাল আলু ১কেজি না পাইলে সাদাটা আনবা
১৪. মাছ আনার দরকার নাই,ঠিক আছে?
১৫. মশার কয়েল( আগেও বলছি আনতে, আনো নাই)
১৬. কাপড় ধোয়ার পাউডার (সার্ফ এক্সেল আনবা)
১৭.হ্যান্ড ওয়াশ ১প্যাকেট ( না আনলে আবার বাজারে পাঠাবো)
১৮.যেকোন শাক নিয়া আসব ২ আটি।
কোন আইটেম যেন বাদ না যায়। আমার মোবাইলে টাকা নাই ফ্যাক্সিলোড করবা। সোজা বাজারে যাইবা কারো সাথে গল্প কইরা সময় নষ্ট করবা না। তাড়াতাড়ি আসবা।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ১:৫৭