আপনি কি জানেন দুনিয়ার কোন শহরে চোরদের লাইসেন্স পাওয়া যায়?
হ্যাঁ আপনার প্রিয় ঢাকায়। ঢাকায় রিক্সা চুরি ঠেকাতে রিক্সার মালিকগন একটি চোরের লাইসেন্স ভাড়া নেয়। সিটি করপোরেশনের লাইসেন্সের পাশাপাশি চোরদের লাইসেন্স রিক্সায় লাগানো বাধ্যতামূলক।
চোরের লাইসেন্স লাগালে আপনার রিক্সা চুরি হবে না । যদিও হয় তবে তারা নামমাত্র মূল্যে ফেরত দিবে। আপনার রিক্সা চালক কোথায় শেষ অজ্ঞান পার্টি খপ্পরে পড়ে সব হারিয়েছে তা জেনে যাবেন, ফেরতও পেতে পাবেন। মাঝে মাঝে যে দেখেন রাস্তায় রিক্সা ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে তা থেকে মুক্তি পাবেন। বিশেষ কিছু অঞ্চলে ছিনতাই হলে তাদের মাধ্যমে ভাল সাড়া পাবেন।
যা করতে পারবেন না তা হল কোনদিন রিক্সা চোর ধরতে পারলে তাকে ভুলে মারবেন না। কিংবা পুলিশের কাছে দিবেন না। তাহলে সারা ঢাকার রিক্সা চোর সমিতি আপনার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে। আপনার সকল রিক্সা চুরি করে নিয়ে যাবে।
রিক্সা চুরির মামলা করতে যাবেন না ভুলেও। আপনি মামলা শেষ করার আগেই আপনার সব শেষ।
আপনাদের রিক্সা ব্যবসা সফল হোক। শুভ কামনা।
ঢাকা রিক্সা চোর সমিতি জিন্দাবাদ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৭