সবার দাবী পোষাক শিল্প দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম। তবে এ শিল্পের শ্রমিকদের পিটিয়ে দমিয়ে রেখেই আমরা তাদের মূলায়ন করি।
আমাদের শিল্পাঞ্চলের মাটি,পানি ক্রমেই বিষাক্ত হয়ে উঠেছে। নদী শেষ, পানি শেষ, মাটি শেষ এক বাক্যে বলা যায় আমরা শুধু পোষাক রপ্তানি করি না। সাথে সাথে রপ্তানী করে দিচ্ছি আমাদের নদী, বিশুদ্ধ পানি, মাটি। এই নদী, মাটি, পানি দূষণকারী মালিকদের প্রতি কোন অভিযান চলে না। তাদের রুখতে কোন পুলিশ নেই। পুলিশ আছে শ্রমিক ঠেঙ্গাতে।
এক রান্না প্লাজা হাজারো মৃত্যু সুখ দিয়েছিল আমাদের। কিন্তু এখন সারাদেশই রান্না প্লাজা। পোষাক কারখানার দূষণে প্রতিবছর কত মানুষের মৃত্য হয় আর তার জন্য কতটি কারখানার মালিকদের দায়ী করা গেছে?
তারা মুনাফা আনে তাই সব মাফ। কিন্তু আমার নদীর পানি বিষাক্ত, আমার ফসলে মাত্রারিক্ত বিষের দায় তো আমাদের বহন করতে হচ্ছে।
তবে আমাদের মুনাফা কি? মুনাফা তো সব মালিকের।