$$জীবনে প্রথম জেব্রাকে দেখে এক ঘোড়া প্রশ্ন করল আরেক ঘোড়াকে, ‘ওটা আবার কে?’
‘ওটাও ঘোড়া। জেলখানায় ছিল নিশ্চয়ই। মনে হয় পালিয়েছে, তবে পোশাক পাল্টানোর সময় পায়নি এখনো।’
$$এক ভদ্রলোক খোসা না ছাড়িয়েই কলা খাচ্ছে। তাই দেখে আরেক ভদ্রলোক বললেন, সেকি, আপনি দেখি খোসা না ছিলেই কলা খাচ্ছেন!
প্রথম জন জবাব দিলেন, তাতে সমস্যা কী? খোসার আড়ালে কী আছে সে তো আমি জানিই।
$$উটপাখি অভিযোগ করে বলল চিড়িয়াখানা কর্তৃপক্ষকে, ‘বানরকে আমার পাশের খাঁচা থেকে সরিয়ে দিন।’
‘কেন?’
‘সারা দিন শুধু চুটকি বলে।’
‘এ তো খুব ভালো কথা।’
‘তা বটে, কিন্তু তার পাশের খাঁচার গণ্ডার হাসতে শুরু করে রাতে এবং সারা রাত ধরে হাসে।’
$$বনের পথ ধরে হেঁটে যাচ্ছে হাতি। তার পথ আগলে দাঁড়াল পিঁপড়ে। বলল, ‘খবরদার, ওদিকে যেয়ো না, হাতি ভায়া।’
‘কেন?’ জানতে চাইল হাতি।
‘কয়েকটা পিঁপড়ে মারামারি করছে ওখানে।’
$$ডিসিপ্লিন কী?
: বসের চেয়ে বোকা হবার ভান করার আর্ট।
$$স্ত্রীর গলা বসে গেছে, কথা বলতে পারছে না। কী করি, বলুন তো?
: রাত তিনটায় বাসায় ফিরুন।
$$সান্তা: সুয়েজ খালের নাম শুনেছিস?
বান্তা: না শোনার কী আছে!
সান্তা: শুনে থাকলে ভালো। আরও শুনে রাখ, সেই খালটা আমার বাবা খুঁড়েছিলেন!
বান্তা: এটা কোনো ব্যাপার! ডেড সির কথা শুনেছিস?
সান্তা: এটা না শোনার কী আছে!
বান্তা: শুনলে ভালো। এবার শুনে রাখ, স্বয়ং আমার বাবা সেটা মেরেছিলেন!
$$পাত্রীর বাবার মুখোমুখি সান্তা সিং—
বাবা: পান-টানের অভ্যাস আছে নাকি?
সান্তা: এর আগে – কোথায় আর কী কী পান করতে দেবেন, সেটাই বলেন।
http://shouravilu.blogspot.com/
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৪