$$উকিল: আপনি বলতে চাইছেন, আপনার কিছুই মনে নেই?
সাক্ষী: জি না, কিছুই মনে নেই।
উকিল: কী কী ভুলে গেছেন, সেটা কি মনে আছে?
$$প্রশ্ন: শহরের সেরা ধনীর মেয়ের ঘরে একটা বাল্ব নষ্ট হয়ে গেল। সে কী করে বাল্বটা বদলাবে?
উত্তর: বাবাকে ফোন করে মেয়েটা বলবে, ‘বাবা, আমার ঘরের বাতিটা নষ্ট হয়ে গেছে। আমার একটা নতুন ফ্ল্যাট লাগবে!’
$$উকিল: আপনার তিন সন্তান, তাই তো?
আসামি: হ্যাঁ।
উকিল: ছেলে কজন?
আসামি: একজনও নয়।
উকিল: মেয়ে কজন?
$$প্রকাশক: হাতের লেখা কী বিচ্ছিরি আপনার! উপন্যাসটা হাতে না লিখে কম্পিউটারে কম্পোজ করতে পারলেন না?
লেখক: কম্পিউটার কম্পোজ করতে জানলে কি আর উপন্যাস লিখে বেড়াই?
$$শিক্ষক জিজ্ঞেস করলেন, কে বলতে পারবে, আমরা কেন আগে বিদ্যুৎ চমকানো দেখি এবং পরে শুনি মেঘের গর্জন?
এক বালক উঠে দাঁড়িয়ে উত্তর দিল, কারণ, আমাদের চোখের অবস্থান কানের আগে।
$$একসঙ্গে বেড়াতে যাওয়ার আগে ৪০ মিনিট ধরে আইব্রো পেনসিল, আই শ্যাডো, আই লাইনার, মাশকারা, টোনার, ব্লাশ ও লিপস্টিকের যথাযথ সদ্ব্যবহার করে নিয়ে স্ত্রী স্বামীর দিকে ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করল, দেখো তো, আমাকে ন্যাচারাল দেখাচ্ছে কি না!
$$প্রচণ্ড তর্ক শুরু হয়েছে দুই মাতালের মধ্যে। একজন বলছে, আকাশে দুটো চাঁদ দেখা যাচ্ছে। অন্যজন বলছে, তিনটে। আরেক মাতাল যাচ্ছিল পাশ দিয়ে। তাকে ডেকে তারা বলল, আচ্ছা, বলুন তো ভাই, আকাশে কয়টা চাঁদ দেখা যাচ্ছে?
আকাশের দিকে তাকাল সে, তারপর বলল, কোন সারিতে?
BDearntips
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৯