$$কোনো কিছু ফটোকপি করার পর সর্দারজি কী করে জানেন? আসল কপিটির সঙ্গে মিলিয়ে দেখেন, বানান ভুল আছে কি না!
$$হিটলারের সঙ্গে দেখা সর্দারজির—
হিটলার: আমার অভিধানে ‘অসম্ভব’ শব্দটি নেই!
সর্দারজি: কী সব সস্তা অভিধান! নতুন আরেকটা কিনে দেখো, সেখানে নিশ্চয়ই পাবে!
$$সর্দারজি গিয়েছেন চাকরির ইন্টারভিউ দিতে—
প্রশ্নকর্তা: সাইক্লোনটা কী বলুন তো?
সর্দারজি: এক ধরনের লোন, যা কিনা সাইকেল কেনার জন্য দেওয়া হয়।
$$সর্দারজির ভয়াবহ জ্বর। চিকিৎসক তাঁকে কতগুলো ট্যাবলেট খেতে দিয়েছেন। খাওয়ার আগে একটা ছুরি দিয়ে ট্যাবলেটগুলোর চারপাশ কেটে ফেলতে শুরু করলেন সর্দারজি।
বাসার সবাই ভীষণ অবাক, ‘আরে, আরে! করো কী, করো কী? ট্যাবলেট কাটছ কেন?’
জ্বরের মধ্যেও সর্দারজির মুখে হাসি, ‘আরে বোকারা, ওষুধপত্রের যে সাইড অ্যাফেক্ট আছে, এটা কি তোমরা জান না? ট্যাবলেটের চারপাশ কেটে সেই সাইড অ্যাফেক্টগুলোই দূর করছি।’
$$সর্দারজি তাঁর বন্ধুর সঙ্গে বেড়াতে গেছেন বনে। আচমকা একটা সিংহ এসে দাঁড়াল সামনে! দুজনেরই থরহরিকম্প অবস্থা। মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলেন দুজনই। সর্দারজির বন্ধুর হাতে একটি কলার ছিলকে ছিল। বুদ্ধি করে সেটাই সিংহটার চোখে ছুড়ে দিয়ে বন্ধুটি পগার পার! সর্দারজি তখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছেন। বন্ধুটি কিছুদূর গিয়ে পেছন ফিরে দেখে এই অবস্থা। ভয়ে আতঙ্কে একশেষ সে।
চিৎকার করে বলল, ‘আরে বুদ্ধু, এখনো দাঁড়িয়ে আছ কেন? শিগগির চলে এসো।’
সর্দারজি কাঁপতে কাঁপতে বললেন, ‘আমি পালাতে যাব কেন! কলার ছিলকে তো আমি ছুড়ে মারিনি! মেরেছিস তুই।’
$$পুলিশ: কাল ভোর পাঁচটায় তোমার ফাঁসি!
সর্দারজি: হা হা হা!
পুলিশ: মাথা ঠিক আছে তো, কী বলেছি শুনেছ?
সর্দারজি: শুনব না কেন! কিন্তু বিষয় হলো, আমি ঘুম থেকেই তো উঠি দুপুর বারোটায়!
$$সর্দারজির বন্ধুর স্ত্রী মারা গেছেন—
সর্দারজি: আহা রে, তোর বউয়ের হয়েছিলটা কী? এত অল্প বয়সে…
বন্ধু: হবে আর কি, গুলি লেগেছিল মাথায়!
সর্দারজি: ভাগ্যিস, চোখে লাগেনি!
$$সর্দারজি হেঁশেলে ঢুকলেন। চিনির বয়ামটি খুললেন। ভালো করে দেখেটেখে আবার রেখে দিলেন। আবার কিছুক্ষণ পর একই কাজ করলেন। এভাবে কয়েক মিনিট বাদে বাদে একই কাজ করে যেতে থাকলেন। তা দেখে সর্দারজির স্ত্রী ভীষণ বিরক্ত, ‘বারবার চিনির বয়ামটি খুলছ কেন, ঘটনাটা কী শুনি?’
সর্দারজি একগাল হেসে বললেন, ‘কেন মনে নেই, ডাক্তার সাহেব সেদিন আমাকে নিয়মিত সুগার পরীক্ষা করতে বললেন যে!’
আমার ফেসবুক পেজ
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৬