ছবিঃ সজল খালেদ এবং নিশাত মজুমদার
বাংলাদেশ ট্রেকিং এন্ড মাউন্টেনিয়ারিং ক্লাব (বিএমটিসি’র) সজল খালেদ আর নিশাত মজুমদার ইন্দো-বাংলা মাকালু এক্সপেডিশান এ যাচ্ছেন। সজল ভাইদের আগের এক্সপেডিশান ছুল্লু ওয়েস্টের সময় নেপালের টিভি চ্যানেল গুলোতে তাদের সাক্ষাতকারের ভিডিও ইউটিউবে ছিল। দুঃখের ব্যাপার এখন ইউটিউব নাই
মাকালু হচ্ছে উচ্চতার দিক দিয়ে পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বত। মাউন্ট এভারেস্ট থেকে ২২ কিমি দূরে চায়না এবং নেপাল সীমান্তে ২৫১৯০ ফিট উচ্চতার এই ম্যামথ চুড়া। ১৯৫৪ সালে উইলিয়াম সিরি নামের একজন মাউন্টেনিয়ারের নেতৃত্বে প্রথম অভিযান চালানো হয়। একই বছরে এভারেস্ট জয়ী স্যার এডমন্ড হিলারীর নেতৃত্বে একটা নিউজিল্যান্ডের টিমও ট্রাই করে। কিন্তু সফল হয়নি। প্রথম স্বার্থক ভাবে মাকালু আরোহন করেন ১৯৫৫ সালে লায়োনেল টেরি জাঁ কুজি নামের দুজন ফ্রেঞ্চ অভিযাত্রি।
মাকালু চুড়া
মাকালু অভিযানটার আয়োজক বিশ্বের মাউন্টেনিয়ারদের জন্যে সর্বশ্রেষ্ঠ বলে পরিচিত HMI (হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট দার্জিলিং, যার প্রথম ইন্সট্রাক্টর ছিলেন কিংবদন্তি শেরপা তেনজিং নোরগে)। অর্থায়ন করছে ইন্ডিয়ান সরকার। ইন্ডিয়ান আর্মির ইন্ডিয়ান সদস্যদের সাথে বাংলাদেশের সজল খালেদ আর নিশাত মজুমদার অংশ নিচ্ছেন এইচ এম আইএর আমন্ত্রনে। কয়েকদিন আগে সজল ভাই মৌখিক ভাবে জানিয়েছিলেন তাদের অভিযানটা ডিসকভারী চ্যানেল ডকুমেন্টারী বানাবে।
এর আগে কয়েক মাস আগে ১লা ডিসেম্বর নর্থ আল্পাইন ক্লাবের মুসা ইব্রাহিম, মীর সামসুল আলম বাবু এবং তৌহিদ হোসেন মাউন্ট লাংসিসা রি (২০৭০০ফিট) চুড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়ে আসেন।
বিস্তারিত জানতে এইখানে ক্লিক মারেনঃ Click This Link