পৃথিবীর ১০টা ভয়ঙ্কর সুন্দর ছবি দেখাবো। সৌন্দর্যের বিউটি কনটেস্টে যেমন প্রথম, দ্বীতিয় বোকামী তাই এখানেও রেটিং করাটা হাস্যকর। টপ টেন করা হলো উচ্চতা অনুসারে (সী লেভেল থেকে ১৪হাজার ফিট এন্ড আবোভ)।
১। সুন্দরীঃ মাউন্ট এভারেস্ট (স্থানীয় নাম সাগর মাথা)
রেঞ্জঃ হিমালয়
দেশঃ নেপাল
উচ্চতাঃ ২৯০৩৫ফিট।
২। সুন্দরীর নামঃ কে টু k-2(গডউইন অস্টিন)
রেঞ্জঃ কারাকোরাম
দেশঃ পাকিস্তান
উচ্চতাঃ ২৮২৫০ ফিট
৩। সুন্দরীর নামঃ কাঞ্চন জংঘা
রেঞ্জঃ হিমালয়
দেশঃ নেপাল/ভারত
উচ্চতাঃ ২৮১৬৯ ফিট
৪। নামঃ লোতসে-১ Lhotse I
রেঞ্জঃ হিমালয়
দেশঃ নেপাল/ চিন
উচ্চতাঃ ২৭৯৪০ ফিট
৫। মাকালু ১
রেঞ্জঃ হিমালয়
দেশঃ নেপাল
উচ্চতাঃ ২৭৬৬ফিট
৬। নামঃ চো ওইয়ু
রেঞ্জঃ হিমালয়
দেশঃ তিব্বত/নেপাল
উচ্চতাঃ ২৬৯০৬
৭। নাম ধবল গিরি
রেঞ্জঃ হিমালয়
দেশঃ নেপাল
উচ্চতাঃ ২৬৭৯৫ ফিট
রাধানাথ বন্দোপাধ্যায়ের এভারেস্টের অস্তীত্ব আবিষ্কারের আগে, কাঞ্চনজঙ্ঘা এবং কাঞ্চনজঙ্ঘার উচ্চতা জানার পুর্বে এটাকেই সর্বোচ্চ সুন্দরী বলে সবাই জানতো।
৮. নাম মানসুলু (সংস্কৃত মনসার গুর্খা রুপ অর্থ মনসার রাজ্য বা মাউন্টেন অফ স্পিরিট)
রেঞ্জঃ হিমালয়
দেশঃ নেপাল
উচ্চতাঃ ২৬৭৮১ফিট
৯. নামঃ নাগা পর্বত
রেঞ্জঃ হিমালয়
দেশঃ পাকিস্তান
উচ্চতাঃ ২৬৬০ফিট
১০। নামঃ অন্নপূর্না
রেঞ্জঃ হিমালয়
দেশঃ নেপাল
উচ্চতাঃ ২৬৫৪৫ ফিট
পৃথীবিতে মাত্র ১৪টা পিক আছে ৮ হাজার মিটারের বেশী উচ্চতার। এছাড়া টপ টেনের মধ্যে আটটার অবস্থান নেপালে। ১৪টা পিকের ২টা পাকিস্তানে আর ৪টা ভারতে।
এই সুন্দরীদের বাঁকা নয়নের মায়াজালে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রান দেয় এদেরকে জয় করতে। যখন কোন কাজ থাকে না, বসে বসে গুগল আর্থে এদের দেহের ভাজে ভাজে ঘুরে বেড়াই আর দির্ঘ শ্বাস ফেলে ভাবি কোন দিনও কি এদের একজনকে স্পর্ষ করতে পারবো?
দেখে লোভ লাগে না???
এভারেস্ট
গুগল আর্থে এভারেস্ট
কে টু
k2
কাঞ্চন জঙ্ঘা।
কাঞ্চন জঙ্ঘা।
লোতসে
লোতসে
মাকালু
চো ওইয়ি
চো ওইয়ি
ধবল গিরি
মানসুলু
নাগা পর্বত
অন্নপূর্না