আমি আনন্দে ধূলি মাখিলাম
খুশিতে ধরিলাম জল
হরষে ছুঁইলাম সরিষার ফুল
অতপর টুপটুপ শিশিরে ডুবিয়া গেলাম !
হঠাৎ রৌদ্দুরে জেগে ওঠিলাম ...
দিনমান রোদের সাথে হাসিয়া গেলাম
চারিধারে হাসির খবর ছড়িয়ে গেল
খবর শুনিয়া সব প্রজাপতি এলো
তাহারাও হাসিয়া আমায় ডানায় চড়ালো
উড়িয়া উড়িয়া সবে ফুল বনে গেল ...!
আমি নৈশব্দে ফুলের পরাগে ঘুমিয়ে ছিলাম
অজুতকাল ঘুমিয়ে আমি আজি জাগিলাম ...
আমি মানুষ নাকি ফুল ...
নাকি নদীর কূলকুল
সব ভুলিয়া গেলাম !
ঘাস নাকি শিশির তাহাও মনে নাই
ভাবিতেছি , আমি কোন মুলুকে যাই ?
ফুলের পরাগে তাই নিয়েছি যে ঠাই
সারাদিন ফুলে ফুলে ভ্রমরাকে পাই !
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০১