চেলা মারতে গিয়ে বুক কাঁপার কী আছে ?
যে পৃথিবী প্রতিদিন খুন করে অবোধ শিশু
নিরপরাধ নারী ,
আমি তো সেই পৃথিবীর এক
অপরাধী !
আমাকে ক্ষমা করো
আমি স্বার্থপরের মত সুখেই আছি !
বিরানি , পোলাও , রৌষ্ট , বার্গারে , উদর ভরছি !
হে ইয়েমেনি শিশু , তোমার পেটে অন্ন জুটে না !
পুষ্টিহীনতায় হাট্টিসার শরীর আমার চোখে আর সয় না !
এখন কেবল মৃত্যু বাকি !
আমি অটল চোখে তোমায় দেখছি
ভাবছি , অসহায় তুমি , নাকি আমি ?
জানি তুমি দেখছ এক পৃথিবীকে ঘৃণাভরে
দেখছ , স্বার্থপর পৃথিবীর , অন্ধ সভ্যতারে !
হয়ত বলছো -- বাঁচিতে চাহি না এই ভুবনে
মরে যেতে তৈরি আছি , যম দুত কেন দূরে সরে !
হায় ইয়েমেন -- তুমি এই সুন্দর পৃথিবীর এক কলঙ্ক !
মায়াবতী জগতে , শান্তির বুকে তুমি এক অগ্নিধারা
আমার চোখে এত জল নেই যে
তোমার বুকে বইয়ে দিতাম সুখ -ধারা ।
আমার দু'ফোঁটা চোখের জলে
তোমার শিশুর অন্ন জুটে না
জুটে না চিকিৎসা সেবা ,
এই চোখের জলের দাম আছে কি বা ?
হে , পৃথিবী ! আমাকে নীরব দর্শক বানিয়ে
তুমি কেমন খেলছো বোমা , বোমা খেলা !
আমিও খেলছি--বোবা , বোবা খেলা !
আমি অসহায় , হে ইয়েমেন !
আমায় তুমি ক্ষমা করো !
জানোতো ,
ওরা মানুষ নয়
ওরা মানুষ নামের এক মুখোশে গড়া ।
দেখো না --্মানুষের আর্তনাদে
ওদের বুক কাঁপে না !
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৪