সব পাওয়া হয়ে যাবে হঠাৎ এতোটা আগে ভাবিনি !
এতটা আহ্লাদি সবুজ
এতটা নীল ঘেরা সাজেক
এতটা মায়াবী মনোলীনা রাত
ঝিঁঝিঁ পোকার ঘোর লাগা ভোর !
এতটা ভাল লাগার আবেশ !
এতটা স্নিগ্ধ বিকেল
এতটা কুয়াশা শিক্ত সকাল
মন ছোয়া এক নিঃসীম আকাশ ;
আঁকাবাঁকা মন ভরানো বিজন পথ
অদৃশ্য বাঁশির মন ভোলানো পাহাড়ি সুর
মেঘ মোড়ানো গোধূলি মাখা কমলা রঙা রোদ্দুর !
এখানে মেঘের ভেতর ডুবে যায় রাত
ডুবে যায় দূর আকাশ ভেঙ্গে আসা দ্রুপদী চাঁদ
দিনের ক্লান্তি শেষে ডুবে যায় ওই দিনমনি সাব
নামে তাই নিস্তব্ধ , নির্জন স্বপ্ন ছাওয়া রাত
মেঘের ভেতর পাহাড় নিয়ে আমি যেই দিয়েছি ডুব
পৃথিবীর কোলাহল থেমে গেল যখন রাত ঠিক দুপুর ।
মেঘের সমুদ্রে পাহাড় ছুঁয়ে আলোর ফিসফিস
দিগন্ত জুড়ে পাহাড়ের কেটে গেল ঘুম !
চঞ্চল বাতাসে ভেসে এলে ফুলের সুবাস
বেশ , শুরু হল নতুন সকাল !
এমনই সুখের প্লাবনে যখন ভেসে যাচ্ছি আমি ;
অমনি ক্ষণে - কেউ বলছে
তোমায় যে যেতে হবে !
মনে হল যেন পূর্ণিমার চাঁদটা টুপ করে -নিকষ-কালো আঁধারে তলিয়ে গেলো !
আবারো সেই একই ঘোটকে চড়ে যেতে হবে ...
সেই কংক্রিটের আবদ্ধ খাঁচায় , বিষন্ন শহরের পানে ... ?
যেমনি করে সব পেয়েছিলাম
তেমনি করে সব হারিয়ে গেলো পাহাড়ের ঝোপে
কর্কশ স্বরে কেউ বলল , ডেকে
এখান থেকে কেউ কিছু নিতে পারে না !
কিন্ত আমি যে মন খুইয়ে এসেছি ওই পাহাড়ি মেঘের কাছে
ওই গোধূলি মাখা দিগন্তের কাছে ,ওই মায়াভরা সবুজের কাছে !
তাই আলগোছে , প্রহরীর চোখ ফাঁকি দিয়ে -- আমিও মন বোঝাই করে সব নিয়ে এসেছি
নির্জন অবসরে বসে আবার সব ছড়িয়ে দেব সব ,আমার জানলা ধারে , ঠিক ওই রকম করে !
ফটো ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২