পাহাড় ডাকে দূর নীলিমায়
মেঘের দলে হারিয়ে যাওয়ার তরে
ডাকে ইশারায় ক্লান্ত দুপুরে
অবেলায় হৃদয়ের নিভৃত নিরালায় ;
কে জ্বালায় নীলাভ বাতি
রূপা রঙের জ্যোৎস্নায়
ভেসে যায় নিশুতি রাতি ।
নীলগিরির ঐ মেঘের বুকে মম নাম
কে নিখে গেছে যতনে ?
ছোঁয়া ছোঁয়া মেঘের পরশে
হৃদয় ভেসে গেছে !
মেঘ যেন কোমল পরশ মেখে
প্রাণের মাঝে কবিতা লেখে
উড়ে উড়ে দূরে গিয়ে
ক্ষণে ক্ষণে ফিরে আসে !
কে গায় নিশিদিন নীরব আবেশে
মম মায়াবন বিহারিনী মন
খোঁজে তারে অভিলাসে
উদাসীন অনুক্ষণ
এ সুর অচীন
কল্পলোকের বীণ
বেলা অবেলায় বাজে বাঁধাহীন
বাড়ে হৃদয়ের গহন ব্যথা চিনচিন ।
মেঘে ভেজা হৃদয়ের গহনে
নিভৃতে কার যেন নাম লিখে গেছে
সে কি পলাশ , তমাল-তরুর বনে ;
ফেলে আসা হৃদয়টা পেয়ে গেছে ?
পাখিদের কলতানে ;
হৃদয় মম আনমনে ফুড়ুৎ করে উড়ে গেছে
উথলা মালতি , ব্যাকুল পাখির ভিড়ে
নিজে কে হারিয়ে শেষে
শূন্য খোলসে ফিরেছিলাম ঘরে !!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮