আপনি কাকে ঘৃনা করবেন , গরীব কে ? হিংসা করবেন মিরাজদের বাবাকে ?
করুন ! তাহলে বাংলাদেশের জয়ে গর্বিত হওয়ার অধিকার আপনার নেই।কারণ এইসব জয় বিজয় যে তাদের হাত ধরেই আসে ।
কথায় বলে 'দারিদ্রতা কারো স্থায়ী উপাধি না '। তাই কাউকে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না ।
কার ভিতরে কী লুকিয়ে আছে তা কেউ জানে না । বিশ্বের বড় বড় প্রতিভার অধিকাংশই দরিদ্র ঘরের ।
ধরুন ওবামা ,বিল গেটস , ম্যাসি ,নেইমার , রোনালদো ,নরেন্দ্রমোদী ।বাংলাদেশের সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ,কাজি নজরুল ইসলাম ।তাদের সম্বন্ধে সবাই -ই জানেন ।
মানুষকে মানুষ হিসেবে দেখি চলুন ।
মধ্যবিত্ত আর দরিদ্ররাই সমাজের জন্য কিছু করতে পারে ।
ধনীর ছেলেরা বিলাসিতা করে ,গড্ডালিকায় গা ভাসাইয়া বাপের টাকা খায় ।মৌজ ,মাস্তি করে ।
দেশের প্রয়োজনে ওরা-ই( মিরাজরা ) অস্ত্র ধরে '৭১ এ তাই হয়েছিল ।এরাই আমাদের প্রকৃত সম্পদ । এদের দেশের জন্য ,মানুষের জন্য ভালবাসা থাকে ।কাড়িকাড়ি টাকা খরচ করে বিদেশে পড়ার ক্ষমতা নেই ।
এরাই দেশে থাকে ,দেশকে ভালবাসে ।
মাশরাফি , আশরাফুল ,তাসকিন ,রুবেল ,আলামিন ,মুশফিক ,রিয়াদ , সাকিব , মুস্তাফিজ এরা সকলেই মধ্যবিত্ত ঘরের সন্তান । মিরাজ দরিদ্র ঘরের সন্তান । এরাই বারবার আমাদের মুখ উজ্জ্বল করেছেন এবং ভবিষ্যতে ও করবেন।
তাই হিংসা ভুলে যাই দরিদ্র কে ভালবাসি। কেনো না কে কখন ধনী এবং দরিদ্র থাকবেন এটা শুধু সৃষ্টিকর্তাই জানেন ।
তাছাড়া পিছন ফিরে তাকালে হয়ত দেখব আমার আপনার বাবা কিংবা ভাই কিংবা দাদা দরিদ্র ছিলেন ।
( আমি সামগ্রিক ভাবে সমাজের কথা বলছি ,ব্যক্তিগতভাবে কারো কথা নয় ) ।
আসলে যার কথা বলতে চাইছিলাম ,তিনি মিরাজ । তার আর্থিক অবস্থার কথা ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি ।
তার বাবার সেই ঘরটি দেখার পর উপরের কথা গুলো মনে আসলো । ইচ্ছে হল একটু শেয়ার করি সবার সাথে ।
আসলে মিরাজদের বুকের দীর্ঘশ্বাস অনেক বড় হয় । সমাজের বৈষম্যতা তাদের পোড়ায় । এই বৈষম্যতাকে পায়ে দলে দেবার জন্যই তারা স্বপ্ন দেখে বড় হবার । যে স্বপ্ন দেখার সাহসই হবার কথা নয় তারা সেই প্রাচীরকে ভেঙে দিচ্ছে । সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে । তখন আবার সকলেই তাদের মাথায় তুলে রাখছে । আমাদের এমন প্রতিভা আরও কত হয়ত অনাদরে অবহেলায় নষ্ট হচ্ছে , তা কে-ই বা জানে !
'মানুষ কত বড় -তার স্বপ্ন যত বড় ।'মিরাজের স্বপ্ন মিরাজের সমান বড় । স্বপ্ন দেখার জন্য অবস্থান এক বড় নিয়ামক । সব জায়গা থেকে যেমন আকাশ দেখা যায় না স্বপ্নও তেমনি -সব জায়গা থেকে দেখা যায় না । মিরাজের ছিল স্বপ্ন দেখার মত একটা দুঃসাহসীমন । কখনও কখনও দুঃসাহস ও আলোর পথ দেখায় ।
কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় ।তাদের জন্য স্বপ্ন দেখা ওঠোনে ছড়ানো সোনা ধানের মত । তাদের জন্য জীবন সহজ । আর মিরাজদের জন্ম জীবনের সাথে যুদ্ধ করার জন্য ।এ যুদ্ধে হয় জয়ী হবে , না হয় মাথা নিচু করে রেললাইন কিংবা ফুটপাতে ঘুমাবে শীতের-রাতে শীতবস্ত্রহীন । সবাই তো আর মিরাজ হতে পারে না । চলুন তাদের জন্য কিছু করার থাকলে করি । আমাদের দেশে দরিদ্রদের জন্য তেমন সুযোগ থাকে না । অন্যান্য দেশে যেমন ধনী ,দরিদ্র সকলেরই সুযোগ সমান । আমাদের দেশের গরীবের কপাল পাথরের নীচে থাকে আর অন্য দেশের গরীবের ভাগ্য পাতার নীচে থাকে । তাই সহজে তারা বের হয়ে আসতে পারে ।
কক্সবাজার উপকূলের সেই ছোট্ট জাহিদের কথা আপনি নিশ্চয়ই জানেন ,যে সমুদ্র সৈকতে পর্যটকদের গান শুনিয়ে দু' পয়সা কামাতো ।আজ সে কোথায় ? 'মধু খই খই বিষ খাওয়াইলায়...... গান নিয়ে এখন সে মডেল ।
তাই 'গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই,নহে কিছু মহীয়ান।'
নিচের লিঙ্কে দেখুন না দেখলে , মিরাজ যে ঘরে বেড়ে উঠেছেন ।
যে ঘরে বেড়ে উঠেছেন মিরাজ
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২