ফুলটির নাম নাকি 'মে ফুল 'কিন্তু মে ফুল বা May Flower লেখে গুগলে search দিলে অন্য অনেক ফুল আসে
এই ফুল টি আসে না ।আসল নামটি কী বুঝতে পারছি না । নাম বিষয় না কারো প্রেমে পড়ার জন্য
, মোহনীয় রুপ্টাই যথেষ্ট। ক্যামেরায় এর সৌন্দয্যের ১০০ ভাগের ১ ভাগ ও আসে না ,আসলে বিষয় টা হচ্ছে কী ,আমি তো এই ফুলের প্রেমে পড়েছি ,ক্যামেরাতো প্রেমে পড়ে নাই ।এই ফুলটি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ campus এ ফুটে আছে এই মুহূর্তে । কি বলব তার রুপ - এর কথা ,আমি নির্বাক হয়ে শুধু চেয়ে থাকি!
শুধু এই ফুলটি দেখবার জন্য গত শুক্র বারে গিয়েছিলাম ।প্রতিবছর তাকে দেখার জন্য -ই আমি ওখানে যাচ্ছি ।
প্রেমের কী দুর্নিবার টান ! প্রেমে না পড়ে বুঝা কঠিন ।
অনেকে সাত নদী , তের বিল পেরিয়ে যায় তার মনের মানুষটিকে দেখার জন্য ।
প্রেম খালি মানুষের সাথে -ই হয় তা নয় - প্রকৃতি যেমন -ফুল , নদী ,পাহাড় জ্যোৎস্নার সাথে ও হয়ে যেতে পারে ।
তবে এই প্রেমে পড়ার কোন বয়স লাগে না ।
আমি অবশ্য একটি সুন্দর মানুষের চেয়ে একটি সুন্দর প্রকৃতি কে বেশি prefer করি ।
মানুষের সাথে বিয়ের পর প্রেম করাই উত্তম ।
যদি ও আজ কাল ছেলে মেয়েরা এই কথা মোটে ও মানবে না ,বিষয়টি তাদের কাছে বরং হাস্যকর মনে হবে ।
তাদের কাছে প্রেম আর বিয়ে এক নয় ।
যার সাথে প্রেম করছে তাকে -ই বিয়ে করতে হবে এতে তারা
বিশ্বাসী নয় ।প্রেম just a fashion .তাদের আঙ্গুলের চিপার সিগারেটের মতো !
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৫