ধান গুলো ভাসছে পানিতে
মানুষ গুলো কাঁদছে বাড়িতে ,
আদরে ,যতনে যারে রেখেছিল হৃদয়ে
অকাল বান নিয়েছে আজ তাই কেড়ে !
মাঠ ভরা সোনালি ধান দেখায় স্বপন
স্বপ্নের উল্টো পৃষ্টে থাকে স্বপ্ন ভাঙ্গার আয়োজন ।
কৃষাণের চোখ ভারি -চেয়ে আছে অপলক
ঐ দূরপানে ভাসা ভাসা জলে ,কপালে চিন্তার রেখা ফুটে
কিভাবে দিন যাবে আসছে অভাবের মহারণ !
কৃষকের সুখ টা হয় সকলের কান্নাটা তার একার ।
ঋনের বোঝা এবার মহাঋনে রূপ নেবে
বিপদের ঘোর অমানিশা কাটবে না এবার
ঋনের টাকার তরে মহাজন আসিবে ঘরে
নিঃস্ব চাষি আজ সর্ব হারা ,পথে ই বসিবে ।
বাতাসের সুরে আজ লেগেছে অসুর
চারিদিকে মাতম ,কান্নার রোল ।
/
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১