যে কবিতার ভাবার্থ বোধগম্য নয়
সেটাই আধুনিক কবিতা -
দীর্ঘশ্বাস আসে কবিতার
সোনালি দিন ফুরিয়ে গেছে তার !
সাধারন্যে সমাদর নেই কবিতার
কবিতা পড়িলে মাথা ঝিম ঝিম করে পাঠকের
তাতে কী -সুশীলে বুঝিলেই হয় ,
কবিতার পাঠককে তৈরি হতে হয় !
আমার একটা প্রশ্ন তবু রয় -
জীবনানন্দের -আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে
এই বাংলায় "
কই পাঠকের বুঝিতে কোনই কষ্ট নয় ,
সাধারণ্যে বুঝিলে ই কবিতা ধন্য হয় ।
আধুনিক হয়েছি আমরা
তাই আজ সুরের জন্য গান হবে
গানের জন্য সুর নয় ।
শব্দের জন্য জন্য কবিতা হবে
কবিতার জন্য শব্দ নয় ।
ছন্দ নাই ,বন্দ নাই -গদ্যের মত কথা
পাঠকবোধ্য নয় তা-ই আজ কবিতা
কবিতার দুর্বোধ্য প্রাচীরে ,
শব্দ গুলো কেঁদে মরে !
বিজ্ঞ জন বলিয়াছেন মোরে -
"যখন আমি অর্থ বুঝিনে
তখন বুঝি এটি -ই হইয়াছে কবিতা ,
কবিতার অর্থ বুঝিতে বাংলা অভিধান কাছে রাখিবে
পরদেশী শব্দের অর্থ বুঝিতে
যেমন টেনে আনো তাহারে
এবার তাহাই করো -অর্থ বুঝো
তাহার পর পড় কবিতা রে।"
অনুভূতির অনুভূতি নেই -ভুতা বটির মতন ভারি ,
বৃহৎ -মূল্যমানের শব্দ ব্যবহারেই সাজবে কবিতার রনতরী ।
আমি বুঝিয়াছি ,এই বার ধরিয়াছি কবিতা কী !
কবিতা হইতেছে ঐ সাগরের নোন ,এই ঘাটের জল
জীবনানন্দের চোখে আজ নোনাজল
ঐ এল রাতি ,
আকাশে উড়ে যায় নীল রঙের হাতি ।
এটি হচ্ছে মডার্ন যুগের -আধুনিক কবিতা
আল্টামডার্ন সংজ্ঞা ।।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৩