ভালবাসা পুরানো, তাই কথা গুলোও হয়ত পুরানো_____!!
গোটা এক যুগ ভালবাসার পর আমি ক্লান্ত হয়ে যাই; যেমন হয় দিনশেষে সূর্য।
তাই বলে কী আগামী দিন ভোর হয় না...!!
ভোর হয়; ঝলমলে দিনের বুকে আঁচড় কাটে উদ্দীপ্ত সূর্য।
চেনা জানা অজস্র মানুষের ভীড়ে লতা আমার জীবনের একটি অধ্যায়।
ঠিক যেন সূর্য।
আর আমি ...?
আমি একটা গোটা দিন।
বন্ধুত্ব শব্দটি আমার কাছে চার পয়সার মাত্র।
আমার কাছে দামী শব্দ ভালবাসা; যা বন্ধুত্বের ঊর্ধ্বে, শুধু ঊর্ধ্বে নয়; বহু ঊর্ধ্বে।
আমরা কাছে আসি, ফের দূরে যাই।
একাকীত্ব চেপে বসলে, ফের ফিরে যাই।
যাওয়া- আসা আর আসা- যাওয়ার এই গোলকধাঁধায় আমাদের জোড়াময়ী শিকল। আমাদের ভালবাসা...!
কখনো আমরা কেউ কাউকে বন্ধু ভাবি'নি, এইটুকুন'ও না। যেটুকু করেছি, হয়ত শুধু বুঝেছি-
তুমি আমাকে আর আমি তোমাকে।
একটা সময় দু'জন মিলে স্বপ্ন দেখতাম, ভাগাভাগি করা স্বপ্ন।
আমার স্বপ্ন ছিল একটা 'কালো কার' আর তোমার'ও তাই।
বলি, চলনা দু'জন মিলে গাড়ি নিব। তুমিও সম্মতি দিয়ে বলতে, তুমি ড্রাইব করবা আর আমি পাশে বসবো।
রাঙা-মাটিতে একটা পাহাড় কেনার কথা ছিল।
কিনবো দু'জন মিলে এমন।
সিরামিক আর টালি দিয়ে বাংলো করবো।
সেখানেই বাকি জীবন কাটাবো।
ভাগাভাগি করা শতাধিক স্বপ্নের ভেতরেও তোমার কিছু নিজস্ব স্বপ্ন ছিল; ছিল নিজস্ব ভাল লাগা। যেমন ছিল আমারো, যেমন আছে এখনো।
তোমর প্রফেশন, প্যাশান, আর আমার আজীবনের লক্ষ্য যা ছিলো ভাগাভাগিহীন স্বপ্ন। যা এখনো আছে।
তোমার নিজস্ব স্বপ্নের অনুপ্রেরণার একমাত্র উত্তম পুরুষ আমি।
এ দাবি আমার মোটেও না তোমার পুরোটাই।
আর আমার অনুপ্রেরণা যোগায় কাল পৃথিবীর 'অবহেলা' ।
আজ আমি ঝড়ের তান্ডবে নুয়ে পড়া এক কলাগাছ মাত্র...!! যার ভেতর থেকে ভাঙ্গা শরীরে মোচা বেরুতে পারে হয়ত,
এমনটাই আশাবাদী।
আর তুমি একটা পাকাপোক্ত ট্যালেন্ট। তোমার সাথে আমি মিশি নি।
মিশেছি তোমার আত্নার সাথে, যেমন মিশেছো তুমি।
তোমাকে বলেছিলাম,
কেউ কাউকে বড় করতে পারে না; আগে নিজেকে টেনে নিয়ে একটা স্ট্যাজে দাঁড় করাতে হয়, তবেই সবাই টেনে নিবে।
ফোকাস অন ইউর মাইন্ড, ইউর প্যাশান।
লিখতে চাইলে সারারাত লেখা যায়, লিখতে চাই'ও...!!
তবে আমি ক্লান্ত, আর লিখছি না, না আর পারছিও না।
ভালোবাসি নি তোমায় কোনদিন তেমন, শুধু বুঝেছি, বোঝার চেষ্টা করেছি।
অনেক বড় হও', অনে...নে....নে....ক বড়।
স্বপ্নের চেয়ে বড় হও, পৃথিবীর সমস্ত লতার চেয়েও বড়। ঠিক ততটা বড় হও যতটা বড় হলে বার বার ছোট হতে মন চায়।
হাজার বছর বেচে থাকো উদ্দীপ্ত সূর্যর মত হয়ে।
পৃথিবী আলোকিত হোক তোমার দীপ্তমান আলোর রশ্মিতে।
সেই কামনাই করি।
শুভ জন্মদিন লতা।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩