ঝুম বৃষ্টি সেইদিন, কাক ভেজা হয়ে কড়া নেড়েছিলাম,
তোমার অন্ধকার বারান্দায়, অনেক অনেক ডেকেছিলাম।
তোমার নিমন্ত্রণে যে আমি না গিয়ে থাকতে পারবো না!
কিন্তু হায় ঝড়ের রাতে আমাকে অপেক্ষার পরীক্ষা দিতে হলো;
সব কষ্ট কেমন উড়ে গেলো, যখন আধো আলোয় তোমায় দেখলাম।
প্রিয় কবিতার বই সাথে ঘাস-ফুলের নূপুর এনেছি,
সেদিনই তোমাকে দেই প্রথম চিঠি, মনের সব অনুভূতি।
তুমি আমাকে দেখে লজ্জায় মুখ লুকিয়ে বলেছিলে অন্ধকার ভালো,
অনেক দিনের ইচ্ছে তোমায় দেখবো, রবে শুধু মোমের আলো।
জানো মাঝে মাঝে মনে হয় ওরা আমায় মিথ্যে বলছে!
তোমার হাত প্রথম ছুঁয়েছিলাম সে দিন, বলেছিলে তোমার ইচ্ছে!
সেরাতে নাকি তুমি ঘুমিয়েছ, চলে-গেছো না ফেরার দেশে।
তবে কি আমি সত্যি তোমায় ছুঁয়ে দেখিইনি?
আমিতো তোমার সাথেই ছিলাম, তুমি ছিলে প্রতিমা বেশে।
আমায় পেয়েছে মেঝেতে, জ্ঞান হারিয়ে পড়েছিলাম, ওরা বলছে।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১